লেবেল

সোমবার, ১৫ নভেম্বর, ২০২১

শুধু কবিতায়...হেমন্তের সকাল -২৫।। পাপড়ি ভট্টাচার্য।। Ankurisha ।। E.Magazine ।।Bengali poem in literature ।।

 


হেমন্তের সকাল -২৫

পাপড়ি ভট্টাচার্য




হেমন্তের ভান্ডার 


পৃথিবীর ভান্ডারে হেমন্ত অফুরন্ত
অজানা এক কারণে
হেমন্ত ফুরিয়ে আসছে সময়ের কুয়াশায়
অতি বৃষ্টির প্রকোপে মাঠের
রামধনু মাখা সব্জীগুলোর মাথা নত
চাষীর চোখে দুশ্চিন্তায় ছায়া, তবুও
নিরুপম সূর্যালোকে নতুন আরম্ভের মতো
হেমন্তের ফসল ঘরের অপেক্ষায়।






হেমন্তের চাঁদ 


হেমন্তের ভেজা ভেজা আকাশ আর
মুঠো মুঠো ফুল ফোটার আনন্দ
নুয়ে পড়া শালে জারুলে পারুলে
ঘুম জড়ানো পাতার ফাঁকে
হেমন্তের বিছিয়ে দেওয়া চাদরের আদরে
প্রকৃতি জেগে উঠে আরমোড়া ভাঙে।
হেমন্তের ঐ লগ্নে পানলতার জট খুলে
লক্ষ্মী এলো আমাদের ক্ষেতের বাড়িতে
সবে পূর্ণতা পাওয়া চাঁদ, তুলনাহীন এক
                   হেমন্তের রাতে।











1 টি মন্তব্য: