লেবেল

সোমবার, ১ নভেম্বর, ২০২১

শুধু কবিতায়... আলোর উৎসব -৪৩ ।। সুশান্ত সেন।। Ankurisha ।। E.Magazine ।। Bengali poem in literature ।।

 



আলোর উৎসব -৪৩

সুশান্ত সেন 




না

রক্তের ভেতর কণিকাগুলো মাতামাতি শুরু করলে
কি ভাবে শান্ত থাকা যায়  !
শান্ত থাকার উপায় না থাকলে
লাফানো ঝাপান
গলা ফুলিয়ে বলতে থাকা নিজস্ব কথা গুলি।
নিজস্ব কথা গুলি
কেন সর্বসাধারণ শুনবে ?
তাই সর্বজনীন কি রূপ
তার খোঁজ করতে করতে
সরোবরে নেমে গেলাম ।
সেখানে পদ্মপাতা শালুক ও পদ্মফুল
নিজেরা নিজেদের নিয়েই মত্ত।
কোনো রকমে একটু মাথা ভিজিয়ে
যেই মুখ তুলেছি অমনি আকাশটা
বিরাট হা করে
গিলে ফেলতে এগিয়ে এলো।
দু হাতে তাকে ছিন্নভিন্ন করে ফেললাম
ধূসর ভেদ করে নীলিমা দেখবো বলে।
জন্মটা ত চলে গেল
শান্ত নীলিমা আর দেখা হলো না ।











কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন