লেবেল

শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১

শুধু কবিতায়...আলোর- উৎসব -৩১ ।। বাবলু গিরি।। Ankurisha ।। E.Magazine ।। Bengali poem in literature ।।

 



আলোর- উৎসব -৩১

বাবলু গিরি 



শ্লোক ও মৃত্যু

                 

আমার কবিতারা শ্লোক আউড়াচ্ছে!

ধীরে ধীরে নেমে আসছেন তিনি 

মুঠো ভর্তি আলো আর অন্ধকার নিয়ে। 

ইহ তীষ্ট ইহ তীষ্ঠ,প্রেম কাম ক্ষুধা মৃত্যু! 

জ্বলে উঠুক যজ্ঞকুণ্ড,অন্ধকার নিভে গেলে 

পবিত্র স্নান সেরে,নেমে আসুক গর্ভদান করতে। 

ফলবতী হও, হে ক্ষুধা! 

পৃথিবীর শরীরে আগুন মাখাচ্ছেন, 

আর চাঁদকে ভাসাচ্ছেন অন্ধকার আগুনে। 

আমার কবিতারা শ্লোক আউড়াচ্ছে 

তিনি নেমে আসছেন ধীরে ধীরে -

দুহাতে প্রেম ক্ষুধা মৃত্যু নিয়ে। 

আর সেইসব জ্যোতির্ময় শব্দরা উড়ছে -উড়ছে

তিনি দুহাতে অক্ষর ছড়াচ্ছেন 

জন্ম নিচ্ছে জ‍্যোর্তিময় আলো,অগ্নি,

জন্ম নিচ্ছে অমাবস‍্যা, জ‍্যোৎস্না।

জন্ম নিচ্ছে শ্লোক ও মৃত্যু।









কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন