লেবেল

শনিবার, ৩০ অক্টোবর, ২০২১

একগুচ্ছ প্রেমের কবিতা ।। দুরন্ত বিজলী।।Ankurisha ।। E.Magazine ।। Bengali poem in literature ।।

 




একগুচ্ছ প্রেমের কবিতা 

দুরন্ত বিজলী




শূন্যতার শব্দ



১.
বিকেলরোদ্দুরে দু'একটি মেঘ আকাশে
ভেতরে শুকনো পাতা খ'সে পড়ার শব্দ
এত বৃষ্টি তবু তেষ্টায় বুক ভেসে যায়
শূন্যতায় সাদা পাতায় কত নিঃশব্দ উচ্চারণ
টপ টপ করে প্রতিমার চোখের জলের মতো
           শব্দ ঝরে পড়ে
          স্রোতে ভেসে যায়  
       শূন্য পাতায় জ্যোতির্বলয়

গাছগুলির সবুজ পাতা বাতাসে নড়ছে
টুপটাপ বৃষ্টির মতো তারাগুলি অন্ধকার
মেঘের থেকে পৃথিবীতে নেমে আসছে
ভাঙা আয়নায় অসংখ্য যন্ত্রণা ছাই হয়ে
পড়ে যাচ্ছে পৃথিবীর বুকে

কেউ সেখানে হাত বাড়ালে কঙ্কাল পেয়ে
যাবে এবং টোকা দিলে ঠন ঠন শব্দ উঠবে
- 'হায় মণিকা!'

২.
এখনও জড়িয়ে আছে জলের অক্ষর
সারা শরীরে তুমি যা মাখিয়ে দিয়েছিলে
সবুজ হয়ে ওঠার সময় পুকুর ঘাটে জমে
আছে কত কথা

সূক্ষ্ম সূতার মতো গাছের পাতায় আটকে
থাকা ঘুড়িটা তো কোথায় উড়ে গেছে
অথবা কেউ তাকে নিয়ে চরম শিখরে
পৌঁছে ভুলে গেছে কিন্তু সূতোটা গাছে
এখনো জড়িয়ে, তুমিও

এতটা বয়স হল তবু কিশোরীর মুখটাই
বারবার ছবি আঁকে শূন্য পাতায় শূন্য হৃদয়
উপুড় করে দিই

মণিকার চোখে এখনও
দীঘল জলের আহ্বান.....


৩.
এভাবে হারিয়ে গেলে অথবা হারালাম
স্রোতে ভেসে গেলে সে কি ফিরে আসে না ?
শুধু অন্ধকারে তাকিয়ে থাকা

ঘুমেও সে আসতে চায় ছেঁড়া পাণ্ডুলিপির
হারিয়ে যাওয়া অক্ষরগুলোর মতো
ঝাপসা কুয়াশার ভেতর সে দাঁড়িয়ে থাকে
ছুঁতে পারছি না ধরা তো দূরের কথা

বাসার ভেতর বাবুই পাখির মুখ
শুধু ভালো কথাটাই জুড়ে দিতে এখনও
ফুটপাতে দাঁড়িয়ে থাকি

ট্রেন চলে যায়
ট্রেনের কামরায়
মণিকার মুখও সরে যায়

৪.
ভালোবাসা কথাটাই বিপনন জগতে
এত মূল্যহীন যে তা ডিজিটাল আগুনে
ছাই হয়ে উড়ে যাচ্ছে

একে ছেড়ে ওকে ধরা এখন রেওয়াজ
যৌনতার তুলাদণ্ডে
                     মূল্যায়ণ
                     ছাড়াছাড়ি
                   জয়-পরাজয়

মণিকা, তুমিও কি....

৫.
বিকেলের রোদে দাঁড়িয়ে আছি
দুপুরের দহনজ্বালা লুফে নিচ্ছে
শূন্যতার আসন

জল ভরে যাচ্ছে
পুকুরঘাটে দাঁড়িয়ে আছে দুপুররোদ
বিকেলের মেঘ কোন মতেই ছায়ার ভেতর
আটকে রাখতে পারছে না

শূন্য আকাশে সব শূন্যতা পূর্ণতা পেতে
উন্মুক্ত থাকে রাতের অন্ধকারে ভরে যায়
দিনের গভীরে দোলা দেয়

সারাজীবন আলো ও অন্ধকারের খেলা
দেখতে দেখতে বিকেলের ছায়ায়
রোদ্দুর ক্রমশ জল হতে হতে সন্ধ্যার দিকে
নিয়ে যাচ্ছে

ভাসতে ভাসতে আঁকড়ে ধরছি পৃথিবীর ধুলো
সামনে রাতের জ্যোৎস্না

মণিকা, আর কতদিন তুমি জ্যোৎস্নায় থাকবে ?

৬.
এখনও অন্ধকারে একটু হৃদয়
ফাঁকা থাকে তোমার জন্য
নিংড়ে মেলি সাদা খাতা
অস্পষ্ট এবড়ো খেবড়ো পথে
জ্যোৎস্নায় পায়ের পাতা
শাড়ির ভেতর থেকে জেগে ওঠো
মেঘের কোলের থেকে চাঁদ
পঞ্চাশ বছর আগের দয়িতা

মুখোমুখি হলে কত কথা কত
বেদনায় মলিন বাগান
হাতে হাত রেখে রাধিকার গান
স্বপ্নের সোজা সমাধান

হায়! মণিকা, তুমি কোথায় ?

৭.
একবার কেউ এসে বলে যাক
সে আছে ভালোভাবেই আছে অথবা
দারুণ আঘাতে প্রতিমানারীর অন্তর্ধান
গচ্ছিত ফাঁকা জায়গায় ঢেউ তোলে

কেউ এসে তার কথা বলে যাক
তার জীবন যাপনের ছায়াছবি

তমসা নদীর জলে শব্দভুক পাখিটি
ভেসে যায় ভাসতে ভাসতে পাখা মেলে
উড়তে উড়তে আকাশের দিকে উড়ে যায়
সেখানেও শব্দভুক পাখিটির কণ্ঠে
-- মণিকা!মণিকা।














কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন