আলোর - উৎসব -৩৩
মেঘলামন চক্রবর্তী
আলোর ভেলায় ভাসছে দেখি সুসজ্জিত মানুষ
ম্লানমুখে জীর্ণবাসে কাঁদছে শিশু ক্ষিদের জ্বালায়
জননীর শুন্য ভাঁড়ার একক্ণা নেই তন্ডুল লুকিয়ে মুখ দু:খ চেপে হাড়িতে দেয় আগুন
দেশের মানুষ সবাই তবে দু:খ কেন একলা ওদের, দু মুঠো চাল দিসনা কেন ও অভাগী দেশজননী!
লালনীল ওই টুনিবাল্বে আলোয় নেশায় উড়ছে মেয়ে দু দিন পরে হারিয়ে যাবে কানাগলির আঁধাপাকে!
মানুষরুপী পিশাচ রা সব ঘাপটি মেরে লুকিয়ে আছে, একটুখানি পা হড়কালে জবাই হবে গলির মোড়ে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন