আলোর উৎসব -২৬
বিশ্বেশ্বর রায়
তামস সাধনা এবং অতঃপর
আমার আঙিনা জুড়ে আকণ্ঠ আঁধার।
সে আঁধার আঁচল বিছায়
তুলসীমঞ্চ ছাড়িয়ে পুকুর পাড়,
দিগন্তরেখা পেরিয়ে অনন্ত আকাশ জুড়ে।
অদ্ভুত এই অন্ধকারে নিজেকে হারাই,
তাই এই তামস সাধনা!
অন্ধকার ভেদ করে কোনও এক অলাতচক্র
যদি দৃশ্যমান হয় মানুষের অন্ধ হৃদয়ে?
বোবাধরা এই দুঃসময়
মানুষের অস্থি-মজ্জায় হীমবাহ হয়ে নামে
চুপে চুপে অজগরী শ্লথতায়।
মানুষের বোধ-বুদ্ধি অচেতন ফসিল
যুগ যুগান্তের তমিস্রার অর্বুদ পরতের তলে।
কোনও নৃতত্ত্ববিদ কোটি সূর্যাস্ত শেষে
নবোদিত তরুণ তপনের মতো
তাকে উন্মোচিত করে দেবে হয়তো বা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন