আলোর- উৎসব - ১৬
প্রদীপ দে
১.
অপদার্থের একশেষ
কুঁড়ে ঘর
আকাশ ছুঁতে চেয়েছিল
কিন্তু পারেনি
অট্টালিকার অট্টহাসি
যদিও কোন কাজ করেনি।
আমিও বড়ই আশাবাদী ছিলাম
আকাশকে ধরতে পারবো ভেবে
ও কিন্তু ধরা দেয়নি।
তোমরা হয়তোবা হেসেছিলে
আমি যদিও ওসবের ধার ধারি না
আমি অবজ্ঞায় তাই শ্যেন দৃষ্টিতে
তাকিয়ে ছিলাম মাটিরই দিকে।
২.
জীবনগিরি
প্রতিটি মানুষের হৃদয়ে
একটা আগ্নেয়গিরি থাকে
থাকে নিস্তেজে ঘুমিয়ে
ছাই চাপা আগুনের মতো!
সারাজীবনেও সে মানুষ কাঁদে না
হাজারো নক্ষত্র বুকে নিয়ে জ্বলে
খোঁজ খবর রাখে না, মনের গভীরে
বয়ে চলা স্রোতধারার কথা!
লাভা যদিওবা উগরায়
পাঁজরের আনাচে কানাচে
বয়ে বয়ে নেমে আসে
শিড়দাড়া বেয়ে,তবু মাথা না নোয়ায়!
বিস্ফোরনের দাবানলে
নিজে জ্বলে, জ্বালিয়ে নয়
জীবন স্রোত পথ অবরুদ্ধ হলে
সেটা হয় তার কাছে কুরুক্ষেত্রে মরণ জয়!
ধন্যবাদ জানাচ্ছি সকলকে
উত্তরমুছুনসুন্দর
উত্তরমুছুনশুভেচ্ছা অবিরত
মুছুন