লেবেল

বুধবার, ২১ জুলাই, ২০২১

আষাঢ়ে গপ্প কথা -৬।। সমাজ বসু।। Ankurisha ।।E.Magazine ।।Bengali poem in literature ।।




আষাঢ়ে গপ্প কথা -৬

সমাজ বসু


 সমাধান



   
      খবরটা গতকাল শোনার পর থেকেই সুবিনয় ভীষণ দমে গেছে। নিজের ভেতর নিজেকে শামুকের মত গুটিয়েও যেন অস্বস্তি কাটছে না। চিন্তায় চিন্তায় কাল রাতে ঘুমটাও ঠিক মত হয়নি।  পাড়ার দোকানে পাউরুটি আনতে গিয়ে খবরটা পেয়েছে। বিশাখাকে কিছুতেই বলা যাবে না। ভীষণ ভয় পেয়ে যাবে। মনোময়ের করোনা পজিটিভ ধরা পড়েছে। বছর দেড়েক হল দুজনে একই দিনে চাকরি থেকে অবসর নিয়েছে। সেই হাসি ঝলমলে মুখটা আজ ভীষণভাবে মনে পড়ছে। মনোময় কি উপসর্গগুলো গোপন করেছিল? মনোময়ের মত তারও যদি হঠাৎ পজিটিভ ধরা পড়ে? ভাবতেই পারে না সুবিনয়। একটা ভয় লাউডগা সাপের মত তার চিন্তাকে জড়িয়ে ধরে। বিশাখার কি হবে? জীবনের সব চাওয়া পাওয়া,সব খতিয়ান নিমেষে শেষ হয়ে যাবে। মনে মনে একটা সমাধান খোঁজে সে।
      

        রাতে খাওয়ার পর ক্লান্ত বিশাখা শুয়ে পড়তেই নিঃশব্দে বারান্দায় এসে দাঁড়ায় সুবিনয়। তারায় সাজানো ঝকঝকে আকাশ। দশমীর চাঁদ ভাসছে। দূরে আকাশছোঁয়া আবাসনগুলোর বিন্দু বিন্দু আলো। চরাচর জুড়ে শুধুই নিস্তব্ধতা।এত নিস্তব্ধতা সে আগে কখনো দেখেনি। জীবনটা খুব পলকা লাগছে তার কাছে। একরাশ মনখারাপের চাদর জড়িয়ে ঘরের ভেতর পা রাখে। বিশাখার দিকে একবার তাকায়। বড় মায়া হয় তার। ভাবে একবার ডেকে সব বলবে। কিন্তু পরক্ষণেই মনে হয়,না থাক্,এতবড় নিষ্ঠুর সত্যিকে সে মেনে নিতে পারবে না। খুব সন্তর্পনে আলমারি থেকে ব্রিফকেসটা বের করে আনল সুবিনয়। তারপর একে একে প্লাস্টিকের ফাইল কভার। এইগুলোর ভেভরেই বন্দী আছে সব হিসেব নিকেশ। জীবনধারন আর জীবনযাপনের যাবতীয় নথিপত্র। কর্তব্য, দায়বদ্ধতার খতিয়ান। ফিক্সড ডিপোজিটের কাগজপত্র, কর্পোরেশনের পেপার, কিছু শেয়ারের কাগজ আর মেডিক্লেমের দলিল। সব,সবগুলো থরে থরে সাজিয়ে ব্রিফকেসটা বন্ধ করে একটা শান্তির প্রশ্বাস নিল সুবিনয়। আর কোন ভয় নেই। চিন্তাও নেই। তার অবর্তমানে কোথায় হাতড়িয়ে বেড়াবে বিশাখা?অথচ বিশাখার প্রতি তার এতটুকু ফাঁকি নেই। তার বিন্যস্ত জীবনের ছবি সে অনেক আগেই এঁকে রেখেছে। সবাইকে একদিন চলে যেতে হবে। কিন্তু বড় অসময়ের এই যাওয়া।বড় অপ্রত্যাশিত। তাই এত প্রস্তুতি। এত আয়োজন। পরশু দিন মেয়ে আর জামাইয়ের হাতে ব্রিফকেসটা তুলে দিতে পারলেই নিশ্চিন্তি। তারপর মহাপ্রস্থানের পথে যেতে হলে অনেক নির্ভার যেতে পারবে সুবিনয়।







আরও পড়ুন 👇🏾👇🏾

https://wwwankurisha.blogspot.com/2021/07/ankurisha-emagazine-bengali-poem-in_02099228479.html




1 টি মন্তব্য:

  1. আমরা সবাই জীবনটাকে গুছিয়ে রাখতে ভালবাসি
    কিন্তু হঠাৎ কোন দমকা হাওয়া এসে জীবনটাকে
    উলটপালট করে দিয়ে যায়। আপনার গল্প ভালো লাগলো।

    উত্তরমুছুন