ধৈর্য ধরে অপেক্ষা করুন ,প্লিজ
আরণ্যক বসু
( ও আলোর পথ যাত্রী , এ যে রাত্রি , এখানে থেমো না .../সলিল চৌধুরী )
কয়েকটা বছর তো , দেখতে দেখতে পার হয়ে যাবো।
আঁচড়াআঁচড়ি ,কামড়াকামড়ির মোচ্ছব, কোভিডের টীকা নিয়েও ভয়ংকর প্রতারণা ,
বিশ্বকবির মূর্তির নীচে জ্বলজ্বল করছে, জালিয়াত প্রতারকের নাম!
সহ্য করুন, সময় এলে রাস্তায় প্রতিবাদী মিছিলে নামুন, ভাতঘুম ছেড়ে ।
কটা বছর তো ! দেখতে দেখতে কেটে যাবে।
তবে, সাবধান কমরেড ,
সহ্য করতে করতে, ক্রমশ, গায়ের চামড়া যেন মোটা হয়ে না যায় ,
ওটা গন্ডারকেই মানায়।
যা আমাদের মানায়..
আমরা সেটাই করবো।
ইয়েস , করবো।
রেড ভলান্টিয়ার্সদের বীমা সুরক্ষায় আনবো, লক্ষ টাকায়।
কোভিড যুদ্ধে মৃত, শহিদ লাল সৈনিকদের পরিবারের কাছে , সেই ভালোবাসা পৌঁছে দেবো--
যাকে, অর্থসাহায্য বলে।
তারপর, আবার ঝাঁপিয়ে পড়বো অন্তহীন কর্মের উৎসবে...
আবার যাবো অসহায় মানুষের হৃদয়ের কাছে ।
আবার, আবার যাবো ।
আচ্ছা কমরেড , একটা পুরোনো বাংলা গানের কথা মনে পড়ে ?
অমলিন। আজও কী আশ্চর্য অমলিন...
একদিন মাঝরাতে রাতটাও ফুরিয়ে যাবে...
খুশির বন্যা এসে ভাসাবে আমায়...
আলোর জোনাকি জ্বেলে জ্বেলে ...
স্বর্গ আমার সাজাতে সাজাতে...
রাত পার হয়ে যাবো...
মাত্র তো কয়েকটা বছরের অপেক্ষা ; বর্ষা-শরৎ-শীত-বসন্ত-গ্রীষ্মের ইতিবৃত্ত ...
ওসব দেখতে দেখতে কেটে যাবে--
কাজ, কাজ শুধু কাজের মধ্য দিয়ে।
লাল পতাকার ঢেউ...
ঢেউয়ের পরে ঢেউ...
লাল টুকটুকে হার না মানা আগামীর স্বপ্ন ...
কার ক্ষমতা আছে?
আটকে দিক তো!
আটটা ন'টার দামাল সূর্যের আলোই যখন পাথেয়,
তখন, কার সাধ্য আমাদের চলার গতি রুদ্ধ করবে ?
কে বললো ,আমরা হেরে গেছি?
আমরা শূন্য?
Scottish Church College SFI Alumni' র প্রিয় ও দামাল বন্ধুদের জানাই লাল লাল লাল সেলাম।
কমরেড...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন