বর্ষা ও বাঙালি -পর্ব-২
বর্ষাকালের গ্রাম যেন পটে আঁকা ছবি ।কোন শিল্পী তার তুলির ছোঁয়ায় এক অসামান্য শিল্পকর্ম ফুটিয়ে তোলে প্রকৃতির ক্যানভাসে ।দিগন্ত বিস্তৃত এক ক্যানভাস।খাল, বিল, মাঠ ,ঘাট মিলিয়ে বর্ষার গ্রাম মানেই এক অপূর্ব জলছবি।মরা নদীতে স্রোতের বান ।গাছে কেয়া, কদম।গ্রামের পুকুরের ঠিক মধ্যিখানে শাপলারা ভেসে
বেড়ায় । উষ্ণতা বৃদ্ধির চোখরাঙানি আজ থেকে দু'দশক আগে নিশ্চই এতটা ছিল না ।তাই বৃষ্টি ও হত ভরপুর।সকাল গড়িয়ে দুপুরের দিকে আকাশে দেখা দিত রামধনু।মেঠো পথ অনেকটাই কর্দমাক্ত।ধানক্ষেত সবুজে সবুজ । আর অদ্ভুত নেশা ধরাতো ' মাছধরা '। বৃষ্টি থামলেই ছিপ নিয়ে ইতিউতি দৌড়।ছিপে এক আধটা গাঁথতে পারলে তো আর কথাই নেই।তখন টি. আর .পি ব্যাপারটা ছিল কিনা জানা নেই!থাকলে যে সেটা ' বুল রান ' দিত, তাতে কোন সন্দেহ থাকার কথা নয় । তখন তো আর এমন ফ্ল্যাট বা পাকাবাড়ির চল ছিল না । ছিল কাঁচাবাড়ি আর সামনে খোলা উঠোন। আর বর্ষায় এক-আধবার সেখানে ভূপতিত হওয়ার স্মৃতি সবারই হয়তো আছে ।
বিস্তীর্ন মাঠে শস্যের উপর পা ফেলে ফেলে বৃষ্টিধারা যেন ' ব্যালান্স অন দা রোপ ' দেখায় ।আকাশে মেঘের আনাগোনা।তার মধ্যে অরুণদেবের উঁকি ।অনেক অনেকবার বৃষ্টি ঝেঁপে এলেও ধান কিন্তু আর মেপে দেওয়া হয়ে ওঠে না ।আর এক মজার জিনিস ছিল ব্যঙ্গের ডাক ।সন্ধ্যা হলেই শুরু আর রাতভর চলতে থাকত এক অদ্ভুত কনসার্ট।
সত্যি শৈশবে বর্ষা এক অসামান্য অনুভূতি।এখন বর্ষা ও যেন কিপ্টেমি করে। নাকি প্রকৃতির সাথে সাথে বর্ষার ও বয়স হয়েছে! যৌবনের কাছে বসন্ত যা, শৈশবের কাছে বর্ষাও তেমনি।বাল্যকাল পেড়িয়ে যখন ধীরে ধীরে কৈশোরের আগমন, বর্ষা যেন তার কাছে ' খোলা হাওয়া '। কখনো সখনো বৃষ্টির ছাঁটের মত ' ঝটিকা প্রেম '।যার অবশ্য অধিকাংশই ' চোখে চোখে কথা হোল ' টাইপের । তবু হয়তোবা বর্ষার কোন সন্ধ্যাই কারো কারো মনে এই অনুভূতিটা প্রথম এনে দেয় । বৃষ্টি এলে স্মৃতি তাই ফিরিয়ে আনে পুরনো অভিসার।
" এমনও দিনে তারে বলা যায়
এমনও ঘন ঘোর বরষায় "
যদিও বেশিরভাগ ক্ষেত্রেই আর বলা হয়ে ওঠে না। খড়কুটোর মতই ভেসে যায় ।
বৃষ্টিতে ভিজে আম কুড়িয়ে আনা । ঝড় বৃষ্টির পরেই আমতলায় ছুট। বর্ষা মানেই নতুনভাবে জেগে ওঠা । আর টিনের চালে বৃষ্টির শব্দ ' মোহজাগানিয়া '। নস্টালজিয়া। আজো মন হাতড়ে বেড়ায় ।
বাংলা শস্য-শ্যামলা- বসুন্ধরা ।বর্ষা তার যোগ্য দোসর । বাঙালি হৃদয়ও বর্ষায় গলে গলে বয়ে যায় ।আজো, যখন অনেকটাই পরিস্থিতিকে স্মৃতি-নির্ভরতা গ্রাস করেছে; তখনো । হ্যাঁ, এখনো...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন