।।প্রতিদিন বিভাগ।।
।। আগষ্ট সংখ্যা।।
।। বিষয় - স্বাধীনতা - ১৪।।
শিকল ভাঙার গান
প্রদীপ্ত সামন্ত
শিকল ভাঙার গান গাইতে
ডাক দিয়েছে কবি,
আঁধার ঘনায় আলোক শিখায়
অস্তরাগের রবি।
লোহার গরাদ ভরসা যে নেই
শিকল হাতে পায়,
সেলুলারের বন্দীদশায়
ডাকছে স্বদেশ মা'য়।
সেই শহীদের রক্তে স্বাধীন
আজকে ভারত মাতা,
মাটির থেকে উঠছে ধ্বনি
বীরের গল্প গাঁথা।
কেমন করে ভুলবো তা আজ
শিকল ভাঙার গান ,
রক্ষা করার দায়িত্বভার
থাকতে মোদের জান ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন