।।প্রতিদিন বিভাগ।।
।। আগষ্ট সংখ্যা।।
।। বিষয় - স্বাধীনতা - ১২।।
তিন রং
মঞ্জিরবাগ
প্রতিদিন আমার ঘুমের ভেতর এসে
তিন রঙের আলো জ্বেলে দাও তুমি, স্বপ্ন …
আমার ঘুমের ভেতর খিদেটা নাড়াচাড়া করে
গ্রামের আলপথ ধরে হাঁটতে হাঁটতে একদিন আমরা মেট্রোপলিটন সিটির মাটির ভেতর দিয়ে হেটে যাব। মাটির ভেতর ট্রেন.…
আমাদের স্বপ্নরা উড়ছে, খোলা আকাশে, ,বাতাসে, বিশুদ্ধ জলের অভাবে আমাদের তৃষ্ণারা জিভের মাঝ বরাবর আসছে,
এসেই উবে যাচ্ছে।।
আগুন জ্বলছে আমাদের ভেতর,
দেশটা পুড়ে যাচ্ছে। ।
অথচ অত রক্তের আহুতি দিয়ে আগুন জ্বলা স্বাধীনতার
প্রদীপ শিখাটি জ্বেলেছিলাম
আমাদের অনেক কিছু পুড়ে যাচ্ছে,
অনেক কিছু গড়ে উঠছে।
আমাদের ঠান্ডা লাগলে তিন রঙা পতাকাটা
জড়িয়ে আমরা আলোর গান ,
উষ্ণতার গান গাই।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন