।। প্রতিদিন বিভাগ।।
।। মে সংখ্যা।।
।। শিক্ষা ও রবীন্দ্রনাথ ঠাকুর - ২।।
পঁচিশে বৈশাখের গল্প
মণিদীপা বিশ্বাস কীর্তনিয়া
হাওয়ার বৃত্ত পাক খায় চারপাশে
স্থবিরের মত নির্বাক হয়ে দেখি
নীল গম্বুজ নীচু হয়ে হয়ে আসে
পালক-পাখির ডানায় ভেসেছে সে কি
পুরোনো ছবির মায়াময় ফ্লাশব্যাকে
কিশোরীর গান পাড়ার জলসা থেকে
সাদা-কালো কোন হারমোনিয়াম রিডে
রিবনের আলো রঙিন বেঁধেছে,পঁচিশের বৈশাখে
ভাঙা সাইকেলে রোজ যে ছদ্মবেশী
বাঁশিওলা ঘোরে গীতবিতানের পথে
অভ্যেস আছে তারও কিছু কম-বেশী
মেঘলা আকাশ হাওয়া-যাপনের সাথে
মেঘের গলায় কৌতুক জিজ্ঞাসা
দেখি দেখি আজ কেমন সাজালি ছবি
সোনাঝুরি আর অমলতাসের ফুলে
স্মিত ভেসে যায়,কোনখানে তোর কবি..
নিয়ে চল হাওয়া,অপাপ নীলের যত
চরাচর-ছোঁওয়া নম্র স্রোতের টানে
'সুখের মত ব্যথা' বেজে ওঠা প্রান
কিশোরীর গানে নুয়েছে যেখানে কবি-প্রনামের মত...
সুন্দর কবিতা। খুব ভালো লাগলো।
উত্তরমুছুন