।। প্রতিদিন বিভাগ।।
।। এপ্রিল সংখ্যা।।
।। বাঙালি ও পহেলা বৈশাখ— ৮।।
গোবিন্দ মোদক-এর কবিতা
১.
নববর্ষ ও বাঙালিয়ানা
রকমফেরে হায় বাঙালি পাচ্ছে ভীষণ হাসি,
বাঙালিয়ানা, ইংরাজিতে ফারাক রাশি রাশি!
ইংরাজিতেই হিসাব নিকাশ, ক্যালেণ্ডারও তাই,
বাংলা তারিখ জিজ্ঞেস করো! বলবে জানা নাই!
পোশাক-আশাক চালচলন ভাবনাতেও ইংরাজি
অথচ বিয়ে, অন্নপ্রাশনে খুঁজতে থাকে পাঁজি!
জন্মদিনেও কেকই কাটে — পায়েস গেছে দূরে,
শাঁখ, উলু সব ব্যাকডেটেড হ্যাপি বার্থডের সুরে।
হাই, হ্যালোতেই ব্যস্ত সবাই, সুপ্রভাতটা দূরে,
বাংলা গানকে সরিয়ে রেখে নাচি হিন্দির সুরে।
ঠেলেছি দূরে বাঙালিয়ানা — বাংলা সংস্কৃতি,
অন্যের নকল প্রাণটি খুলে, ভুলে নিজের নীতি!
তারই মাঝে বাঙালিয়ানা ভাইফোঁটা বা পুজো,
পৌষ-পার্বণ হারিয়ে গেছে – পঞ্জিকাতেই খুঁজো!
তবু আশার বাণী জাগায় – পয়লা সে বৈশাখ,
নববর্ষে বাঙালি সমাজ “বাঙালিয়ানা”ই পাক!!
২.
আবহমান
মাত্র বারোটা মাস আগেই —
এসেছিল যে নববর্ষ
প্রাণে জাগিয়েছিল হর্ষ;
আজ তারই চলে যাওয়ার পালা
সাজিয়ে রেখে আগামীর বরণডালা।
সময়ের রীতি তো এই —
পুরোনোকে চলে যেতে হয়
ফেলে রেখে সব জয়-পরাজয়;
রেখে যেতে হয় আগামীর জন্য আশা
প্রাজ্ঞ মনের আশীর্বাদ আর ভালোবাসা।
এভাবেই যুগে যুগে আসে নবীন —
সবুজ, মায়াবী বিভায় মধুময়
লক্ষ্য তার পথ চলা, শুভ জয়;
তবু একদিন — সেও হয়ে যায় প্রবীণ,
নতুন এসে জায়গা নেয় অবসরের দিন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন