লেবেল

সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

পঞ্চাশ কবির পঞ্চাশ কবিতা! গ্রন্থনা সম্পাদনা, প্রকাশনা--এক অসম্ভবকে সম্ভব করে তোলার কাব্যকথা। আলোচক- কবি ও প্রাবন্ধিক বিকাশ বর।।Ankurisha।। E.magazine।। Bengali poem in literature।।

 




পঞ্চাশ কবির পঞ্চাশ কবিতা!  গ্রন্থনা  সম্পাদনা, প্রকাশনা--এক অসম্ভবকে  সম্ভব করে তোলার কাব্যকথা।


আলোচক- কবি ও প্রাবন্ধিক  বিকাশ বর

 

প্রিয় 'অঙ্কুরীশা' পত্রিকার পাতায় 'বিদায়ী ২০২১ এ কবিতা সংখ্যা'  সম্পাদক কবি, সুলেখক বিমল মণ্ডলের এক অনন্যসাধারণ প্রয়াস।

এক কষ্টসাধ্য প্রয়াসকে অনায়াসে উপস্থাপিত করা বিস্ময়ের উদ্রেক করে।

সম্পাদক মহাশয়কে কুর্নিশ।


আমি একজন সাধারণ পাঠক। সমালোচক নই।  আমার বোধগম্যতায় যা এসেছে সেটাকেই সংক্ষেপে বলেছি।  সমালোচনার সমালোচনা হলে ভাল লাগবে

পঞ্চাশ জন কবিই বিশিষ্ট এবং প্রথিতযশা।   তাঁদের কথা, তাঁদের লেখা নিয়ে কথা বলার দুঃসাহস দেখালাম।

আজ প্রথম  কুড়িটি কবিতা নিয়ে পাঠপ্রতিক্রিয়াঃ


১. আরণ্যক বসুর কবিতা 'যা চেয়েছি সে তো হয়নি হয়নি আজও--

এক চাওয়া পাওয়ার কাব্য। এক অপ্রাপ্তির কাব্য।  এই অপ্রাপ্তির মাঝে কবি শুনিয়ে যান আশার বাণী-'যা পেয়েছি--বুঝুক সবাই যা বোঝে--অসাধারণ কবিতা।


২.  দুর্গাদাস মিদ্যার কবিতা এক নতুন অধ্যায় সূচনার কাব্য।  নববর্ষের বরণডালা নিয়ে কবি বসে।

মন ছোঁয়া কবিতা।

৩.  বিশিষ্ট কবি তৈমুর খানের কবিতা ভাষাজন্মের কবিতা। 'কবিতার পাতা ভেদ করে সরস উপন্যাসে দেহ বিক্রি করে--

ইন্দ্রিয়ের তাপ ক্রমশ ঠান্ডা হলে পাখিদের ডাকেও ভাষার জন্ম হয়।

ইন্দ্রিয় পতন হলে --ভাষাজন্ম তীব্রতর হবে---কামনাবাসনার অবসান হলে হৃদয়ের কথার জন্ম হয়--এক অনবদ্য কাব্যকথা।ইন্দ্রিয় পতন হলেই তো প্রকৃত কথার জন্ম হয়।

৪.হরিৎ বন্দ‍্যোপাধ্যায়ের কবিতায় 'সব মুখে হাসি ফোটে ঘর আলো হলে--

'জানালার মুখ আলো করে দেয়'--মন ছুঁয়ে গেল।


৫.  সৌমিত বসুর 'মায়াবৌ কোন গাছের তলায় --কবির না পাওয়ার মাঝে অলীক পাওয়ার ভাবনা কাব্যকে যথার্থ মর্যাদা দান করেছে।

৬.  উজ্জ্বল বন্দ‍্যোপাধ্যায়ের কবিতায় 'ছেঁড়া পাতা উড়ে যায়--আগামী থাকে বিগতের ছায়ার প্রহরী--এক অনন্য অনুভূতি!দারুণ কাব্যকিতা।

৭.  বিকাশ চন্দ বলেছেন, 'বিকৃত ইতিহাসের গল্প বানায় রাষ্ট্রনেতা--এক চিরন্তন সত্যের অকপট প্রকাশ।

৮.  গৌতম হাজরার কবিতা পাওয়া না পাওয়ার দ্বন্দ্বে নতুনকে স্বাগত জানানোর কাব্য।অনবদ্য কাব্য।

৯.  সৌহার্দ সিরাজের কবিতা 'মানুষের মনের গিঁট খোলা সহজ কাব্য নয়। দারুন

১০.  বিকাশ বরের কবিতায় এক প্রার্থনা প্রজ্বলিত--

১১.  দুরন্ত বিজলীর কবিতায় 'যন্ত্রণাময় পুরাতনের মরণ--নতুন পাতায় লেখা আছে ফসলভূমির খবর--

বিদায়বেলায় জীবনের চিত্রণ--মুগ্ধ হতে হয়।

১২.  বিকাশ ভট্টাচার্যের কবিতায় কবি বর্ষশেষে কল্পতরুর কাছে যাবেন। কবি ঘরে ফেরার গান গাইলেন পুরাতনের  বিদায় দিয়ে।মুগ্ধ হতে হয়।

১৩.  সাতকর্ণী ঘোষের কবিতায় "মুঠোয় ভরা বাতাস নাচে--পেটের মধ্যে খুব জ্বলন--"কবি শূন্য হাতে যেতেই পারেন কিন্তু তাদের কথা বলেই যাবেন, যারা যাদের খাবার খায় তাদের বদনাম করে।অসাধারণ কবিতা।

১৪.   কবি সমাজ বসু লিখলেন এক অমর কাব্যকথা। ' ক্যালেন্ডারের লাল-কালো তারিখ জানে-- ' বছরভর উল্টোপাল্টা সাজানো কথাগুলো আবার সাজানোগোছানো হয়ে ওঠে হিমযুগ শেষ হলে। সম্পর্কের উষ্ণতার পারদ ঊর্ধ্বমুখী হলে--

অসাধারণ কবিতায় ঋদ্ধ  হতে হয়।

১৫.  অরুণ ভট্টাচার্য কাব্য করলেন , ' কথা রাখেনি একুশ--' কবি বিধ্বস্ত একুশকে বিদায় জানিয়েছেন, ফিরে যাও, ফিরে যাও আজ--

মনমুগ্ধকর কবিতা।

১৬.  দীপক বেরা লিখলেন, 'একুশের শোকাতুর মানুষের অশ্রুবিন্দু চুরি হয়ে যায়--'তবুও কবি প্রত্যাশায় বুক বেঁধে গেয়ে গেছেন জীবনের জাগরণী গান--

নতুনকে ডাক দিয়েছেন কবি এক নতুন ভোরের আশায়।অনন্যসাধারণ কবিতা। ঋদ্ধ  করল।

১৭.  অমিত কাশ্যপ লিখলেন, ' গল্পের গন্ধ চলে যাচ্ছে ফেলে আসা বছরের ওপর--'

ব্যঞ্জনাধর্মী কবিতায়  বিবর্ণ বছরে কবি বলে যান, ' এই বেশ ভাল আছি ভাই--'অসাধারণ কবিতা।

১৮.  আশিস গিরি এঁকেছেন জীবনের গান। কবি জীবনানন্দের কবিতার প্রতিধ্বনি।

কবি এক সুস্থ, সবুজ, সুখের চিত্র অঙ্কন করেছেন।

১৯.   কবি শিবাজী সান্যাল এঁকেছেন রঙধনু। কামনায় এক সবুজ বীথি--প্রিয় মানুষকে কাছে টেনে নেওয়ার অহ্বান।অসাধারণ কবিতা।

২০.   কবি অসীম বিশ্বাস এক ভাঙাহাটের এক নিঃসঙ্গ কবি। খোয়াইয়ের সুখস্মৃতির বিবর্ণ ছবি আঁকলেন খোয়াইয়ের ভাঙাহাটে। এক ফেলে আসা সুখস্বপ্নের ভাঙন কাব্য।অনন্যসাধারণ কবিতা।

ঋদ্ধ  হলাম।




চলবে...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন