লেবেল

সোমবার, ১০ জানুয়ারী, ২০২২

শুধু কবিতায়...জায়মান জীবন -১২।। বিকাশ চন্দ।।Ankurisha।। Bengali poem in literature।।

 



জায়মান জীবন -১২

বিকাশ চন্দ



কবিতা 


মুমূর্ষু সময়ে খসে পড়ে পাঁজরের দেয়াল
চতুর্দিকে সসাগরা মাটি আকাশ জল
অস্থির ডানা খসা পরিযায়ী 
পাখি আর মানুষের বুকের উষ্ণতায়
গোত্রহীন অজস্র শরীরে আত্মার তপস্যা 

অসীম সীমায় বাতাসে ওড়ে অজস্র রঙিন পালক
নিঃসীম আলোর বলয়ে অজস্র আলো মুখ
রক্তের উষ্ণতায় প্রাণ পায় অনড় পাথর 
জাত ধর্ম সন্ন্যাস ফকির যাজক 
প্রাণপণে সাজায় বর্ণাদৃত ফুলের বাগান
প্রতি ফুলে মানুষের শ্বাসে আত্মার সুঘ্রাণ 

চলমান উত্তরাধিকার চেয়েছিল অক্ষত হৃদয় 
পাখি পতঙ্গ পশু মানুষ বোঝেনি গতায়ু 
অতল সত্তার কাল জানে পিতৃ পিতামহ
অতীত বর্তমান অদমিত ভবিষ্যৎ জানে
শ্যামল সময় ভেজায় চিরায়ত চিতার আগুন
মায়ের চোখের জলে ভাসে আলোর সাম্পান।












কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন