হেমন্তের সকাল --৮
অমিত কাশ্যপ
হৈমন্তী প্রভাত
এক
হালকা কুয়াশার চাদর মাঠের ওপর
মাঠের ওপর সকালের ঘুম ভাঙেনি
প্রাতঃভ্রমণ অবিনাশবাবুর বহুদিনের অভ্যাস
পায়ে পায়ে মাঠে চক্কর কাটেন
সবুজ তাঁকে জড়িয়ে জড়িয়ে ধরে
তাঁর মতো অবসর জীবনে অনেকেই আসেন
প্রাতঃভ্রমণের বন্ধুত্ব, কেমন গড়িয়ে গড়িয়ে
তাঁরাই এখন আপন, একজনের অনুপস্থিত
কপালে ভাঁজ ফেলে সবার, নড়বড়ে শরীর
অঘটন ঘটতে কতক্ষণ, ভাবিত হন
এখন গাছপালার মতো হৈমন্তী শূন্যতা
প্রভাত আস্তে আস্তে শৈশব ছোঁয়।
দুই
সকালের নরম রোদ এখন বাগানের ওপর
অবিনাশবাবু অসহায়ের মতো তাকান
একটা একটা পাতা ঝরে ঝরে
রিক্ত তার পল্লবিত বাগান
বাগানটি তার প্রিয়, দেখতে দেখতে মনে করেন
তারা যেন কথা বলছে, শোনেন, বলেনও
প্রগাঢ় আত্মীয়তা, এককী মানুষের যা হয়
নিজের মতো সকালটা সাজান, সময় কেটে যায়
সময় তো এমনই, স্থির নয়
কেমন আশ্চর্য হন, তার জীবনও, তার আশপাশ
একদিন সব থাকলেও, আজ
জানেন, রিক্ততার পরই পূর্ণতার প্রকাশ।
সুন্দর
উত্তরমুছুন