অণুগল্প পর্ব
আষাঢ়ে গপ্প কথা - ১
অজিত বাইরী
মাংস
যখন দক্ষিণের বাতাস বয়,সারাদিন টুপটাপ কাঁঠালপাতা পড়ে উঠোনে । কাঁঠালগাছটা বেশ ঝাঁকড়া আর পত্রববহুল। রাখাল ডালসমেত কাঁঠালপাতা সংগ্রহ ক'রে, সেগুলি টুকরো করে, ঝাঁকা বেঁধে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে । চাষিরা এসে কিনে নিয়ে যায় ছাগলের জন্য । রাখালের নিজেরও দুটি ছাগল আছে। সে দুটিও সারাবছর কাঁঠালপাতা চিবোয়। আর গোয়ালের বাইরে খুঁটোয় বাঁধা থাকে।
একদিন এক ব্যাপারী এলো রাখালেরকাছে। বললো, তোমার ছাগল দুটি বেশ নধর হয়েছে , কাঁঠালপাতার মতো চকচকে। ওজনও ভাল হবে। বিক্রি কর, ভাল দাম পাবে।
রাখাল কথাগুলি শুনলো; কিন্তু ভাল লাগলো না। সে বললো, আমি এখন বিক্রি করবো না।
ব্যাপারী ফিরে গেল। আবার কিছুদিন পরে এসে বললো, ছাগল দুটি আরও বড়ো হয়েছে । ওজনেও বেড়েছে। আগেরবারের থেকে আরও বেশি দাম পাবে।
এবারেও রাখাল ফিরিয়ে দিল। কিন্তু ব্যাপারী
নাছোড়বান্দা। ছাগল দুটি তার চাই-ই।
এবারেও রাখাল না-না করছিল।তখন ব্যাপারী বললো, এরপর কিন্তু ওজন বাড়বে না । বেশি দামও পাবে না । আচ্ছা দুটো যদি একসঙ্গে না দাও, অন্তত একটা দাও।
রাখাল ইতস্তত করে বললো, ঠিক আছে, কিন্তু ভাল দাম দিতে হবে।
ব্যাপারী জানে, এর মাংস বিক্রি করে সে লাভবানই হবে। ফলে রাখাল যা চাইলো, তাতেই রাজি হয়ে গেল। সে ছাগলের গলার দড়ি খুলে দিল।
ব্যাপারী ছাগলটাকে টানতে টানতে রাখালের চোখের সামনে থেকে সরিয়ে নিয়ে গেল।
মাসখানেক পরে রাখাল বাজারে গেছে। সেদিন তার একটু মাংস কেনার লোভ হল। কসাইয়ের দোকানে গিয়ে মাংস নিল। তখন পাশে দাঁড়িয়ে আরেকজন ক্রেতা বললো, এতো তোমারই ছাগলের মাংস!
রাখাল মুখে কিছু বললো না, শুধু মাংসের দোকানে মাংসের থলিটা নামিয়ে রেখে বললো, না, আমি মাংস নেব না।---বলে সে হনহন করে বাড়ির দিকে হাঁটা দিল।
অঙ্কুরীশা সাহিত্য পত্রিকা
-----------------------------------------------
🙏🙏লেখা পাঠান 🙏🙏 লেখা পাঠান 🙏🙏
---------------- ---------------- --------------------------------
✍️✍শুরু হলো অঙ্কুরীশা ই-ম্যাগাজিনে 'আষাঢ়ে গপ্প কথা' বিভাগ।
✍🏾 এই বিভাগ আজ থেকে ৩০শে আগষ্ট ২০২১ পর্যন্ত ক্রমশ চলবে।
✍🏾✍🏾 এই বিভাগে ১০০ - ১২০ শব্দের মধ্যে গল্প মেল বডিতে টাইপ করে পাঠানোর আবেদন জানাই।
🙏🙏 কোন প্রকার ছবি বা পিডিএফ ফাইল গ্রহণ যোগ্য নয়।
✍🏾✍🏾 লেখা অবশ্যই মৌলিক ও অপ্রকাশিত হতে হবে।
🙏এই বিভাগে আপনিও আপনার মৌলিক ও অপ্রকাশিত লেখা আজই পাঠান। 👇👇👇
✍🏾✍🏾মেল- ankurishapatrika@gmail.com
✍️🙏আপনার এই পাঠানো লেখাটি অঙ্কুরীশা-য় সম্মানের সাথে প্রকাশিত হবে।
নমস্কার।
ভালো থাকুন।
সুস্থ থাকুন।
সম্পাদক,
অঙ্কুরীশা
গল্পটি খুব সুন্দর হয়েছে। যথার্থই অণুগল্প। তবে
উত্তরমুছুনশব্দসংখ্যা নির্ধারিত শব্দসংখ্যার থেকে অনেকটাই
বেশী।
মজার গল্প :: আরো একটু হলে ভালো হতো
উত্তরমুছুন