দুঃসময়ের কবিতা -৬৩
সঞ্জয় মুখোপাধ্যায়
১.
জয়তু ভব
প্রহরের তাল গুনি নৈঃশব্দের স্রোতে
সারি সারি মৃতদেহ যমুনার তীরে
লেলিহান আগুনের শিখা দিকে দিকে
ক্রন্দনের রোল নেই, প্রিয়জন নেই, হারিয়েছে অধিকার অন্তেষ্টির
গাড়ি থেকে পুলিশ নামাচ্ছে গাদা মারা লাশ
নিঃশব্দে ওরা চলে গেল
আকন্ঠ শ্বাসকষ্ট , বিশুদ্ধ বায়ু দিতে পারে নি রাষ্ট্র
উৎপাদন বিপনন মুনাফার চক্রবৃদ্ধি হারে
লাফায় উন্নয়ণ, লাশ জড়ো হয় যমুনার তীরে!
ফেসবুক, টুইটারে হাহুতাশ , মুছে দিতে দেওয়া হল নির্দেশ
আই পি এল স্কোর বলে: জিতেছে দিল্লি
চক্রবৃদ্ধি হারে মুদ্রা গোনেন দিল্লিশ্বর!
২.
কেউ আপন হয় না
ভালোবাসার সমস্ত ডানা ছিঁড়ে নিয়ে
ওরা চলে গেছে মৃত্যু উপত্যকায়
যেখানে আছে কেবল
সাজানো সম্পর্কের চিতা
প্রয়োজন মিটে গেলে
তাতে আগুন ধরায়, স্মৃতিভস্ম ভাসিয়ে দেয়
জীবনের জল স্রোতে
ওই জলে ফের বীজ বোনে জীবন
ফের কোনো সম্পর্ক পানকৌড়ির মতো
ওই জলে ডুবে ডুবে খোঁজে
ভালোবাসার দিশা!
কী অদ্ভুত এই খেলা
জীবন জানে না মৃত্যুতে থেমে যাওয়া।
ভালোবাসা জানে না
প্রেমেরই অন্য নাম প্রতারণা
ভালোবাসার মুকুট পরে সে হাসে
ভালোবাসার আদরে গলে
ঠোঁট বেয়ে নেমে আসে
তবু কেউ কিছুতেই কখনো আপন হয় না।
আরও পড়ুন 👇🏾👇🏾
https://wwwankurisha.blogspot.com/2021/07/ankurisha-emagazine-bengali-poem-in_6.html
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন