লেবেল

শুক্রবার, ২ জুলাই, ২০২১

দুঃসময়ের কবিতা -৫৯।। তামস চক্রবর্তী।।Ankurisha ।। E.Magazine ।। Bengali poem in literature ।।

 





দুঃসময়ের কবিতা -৫৯

তামস চক্রবর্তী 




একটা সত্যের মুখোমুখি 


খালি পা কোমরে বাঁধা রংচটা গামছার
আঁচল উড়ছে উত্তুরে বাতাসে
এক টুকরো তেরঙ্গা ঝান্ডার মতো
গোলায় গোলায় মেঠো ইঁদুরের দাপাদাপি।
পেটের আগুন দুচোখে ভ'রে 
গন্ডি ভেঙে বেরিয়ে এসেছে ওরা।

কাঠবেড়ালির সেতুর মাটি
বিন্দু বিন্দু জমা হচ্ছে সিঙ্ঘু সীমান্তে।
শক্তির উন্মাদ স্রোতে ভাসানোর ভয়
তবুও দাঁতে দাঁত চেপে,  মৃত্যুর সীমানায় 
 বেঁচে থাকার অসম লড়াই। 
 
গন্ডি ভেঙে বেরিয়ে আসা অসংখ্য মানুষের 
দীর্ঘ প্রতীক্ষা।
মুঠোবন্দী আলোর মুক্তি প্রার্থনায়
বারুদ জমছে ক্রমশঃ
রুদ্ধশ্বাস সময়ের কাঁটায় কাঁটায় 
আসন্ন যুদ্ধের পূর্বাভাষ।

 সমুদ্র নাবিক চেয়ে থাকে অপার বিশ্ময়ে

পুর্ব দিগন্ত লাল হল কী?









আরও পড়ুন 👇🏾👇🏾


https://wwwankurisha.blogspot.com/2021/07/ankurisha-emagazine-bengali-poem-in_84.html




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন