লেবেল

মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

দুঃসময়ের কবিতা -৭১।। জ্যোতির্ময় দাশ।। Ankurisha ।। E.Magazine ।। Bengali poem in literature ।।

 





দুঃসময়ের কবিতা -৭১




জ্যোতির্ময় দাশ

আশ্রয়হীন কারাগারে


কেউ যেন বলে গেল মাঝরাতে ঘুম থেকে তুলে

অদ্ভুত এক দু:সময় এসেছে আজ পৃথিবীতে—

জীবনানন্দের পরে আবার একথা কেউ বলবে ভাবিনি

তবুও এতকাল বাদে সবাই শুনল সেই শাশ্বত উচ্চারণ।


অথচ জানলার বাইরে দেখছি হাসিতে উচ্ছল প্রকৃতি 

টুনটুনি শিস্ দিচ্ছে, ময়ূর নাচছে পেখম তুলে খুশিতে,

শুধু আমি বাড়ির বাইরে পা রাখিনি আতঙ্কে একুশমাস

যে বাড়ি প্রিয় আশ্রয় ছিল তাই এক কঠিন কারাগার আজ!


মুখোশের আড়ালে অপেক্ষায় আছি সেই হিরণ্ময় মুহূর্তের

যেদিন বেরিয়ে যাবো সগৌরবে তুড়ি দিয়ে সকল শাসন…








আরও পড়ুন 👇🏾👇🏾



https://wwwankurisha.blogspot.com/2021/07/ankurisha-emagazine-bengali-poem-in_12.html





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন