আজ ১১ই জুলাই ২০২১
বিশ্ব জনসংখ্যা দিবসে
অঙ্কুরীশা-য় কথায় ও কবিতায়
নিবেদনে—
নন্দিনী মান্না
হরিহর বৈদ্য
সুভাষ চন্দ্র ঘোষ
প্রবন্ধ—
বিশ্ব জনসংখ্যা দিবস
নন্দিনী মান্না।
"সকল সমস্যার গডফাদার,
দ্রুত জনসংখ্যা বৃদ্ধি,
দ্রুত জনসংখ্যা বৃদ্ধি থেকে যাবতীয় সমস্যা নেয় সিদ্ধি"।
সমাজবিজ্ঞানের প্রধান উপাদান হলো পরিবার। কয়েকটি পরিবার নিয়ে সমাজ গঠন হয়। সমাজ বা পরিবার গড়ে ওঠে জনগণ নামক মেরুদন্ড নিয়ে।
পরিবেশ - প্রকৃতি - মানুষ-- সবাকার পারস্পরিক দান- প্রতিদান সবকিছুর আধার ও বাহার। প্রাকৃতিক বিভিন্ন সম্পদ সমাজের পদক্ষেপে খুবই প্রয়োজন। তেমনি প্রাকৃতিক সম্পদকে ব্যবহারিক সম্মান দেয়-- সামাজিক সম্পদ মানুষ।
ভূ-গোলোকের জনসংখ্যা চির শাশ্বত সম্পদ হিসেবে স্বীকৃত। গোটা বিশ্বে নির্দিষ্ট পরিমাণ সবুজ ভূমি- অরণ্যভূমি- জলাভূমি-বরফভূমি- বনভূমি- পাহাড়-পর্বত প্রভৃতি রয়েছে। এসব ভূ-সম্পদ আকার- আয়তনে কোন ভাবেই বাড়বে না। হয়তো জলাভূমি ভরাট করে স্থলভূমি বানানো হয়। বনভূমির সবুজ কেটে স্থলভাগ বাড়ানো হয়। কিন্তু এতে এক ধরনের ভূমি কমে আরেক ধরনের ভূমি তে রূপান্তরিত হয়। এতে প্রাকৃতিক বাস্তুতন্ত্র প্রচন্ড ভাবে ক্ষতিগ্রস্থ হয়।
কিন্তু পরিবারের বাচ্চার সংখ্যা একটি-দুটি অথবা তার বেশি হতে পারে। এর প্রত্যক্ষ ফল পরিবারের উপরেই পড়ে। পর্যায়ক্রমে পরোক্ষ ও প্রত্যক্ষ প্রভাব সমাজ থেকে দেশের সীমানা ছাড়িয়ে যায়।একসময় মারাত্মক ও ভয়ঙ্কর আকার ধারন করে।
সঠিক সময়ে সঠিক পরিকল্পনা রূপায়ণ করা খুবই দরকার। ছোট- মাঝারি- বড় যেকোনো ধরনের কাজের যথাযথ পরামর্শ করে পরিকল্পনা গ্রহণ সবচেয়ে ভালো। পরিকল্পনাহীন পদক্ষেপ মরুভূমির সমান।
উচ্চ জন্মহার- এমন এক প্রধান ও প্রথম সমস্যা।যা বাড়তে বাড়তে বিস্ফোরণ বা বিপর্যয়ের পর্যায়ে এসে উপস্থিত হয়েছে।
উদ্দেশ্য:-- কয়েকটি বিষয়ে জনসচেতনতা বাড়ানোর জন্য বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন করা হয়।যেমন--পরিবার পরিকল্পনা,লিংগ ভেদাভেদ নিয়ন্ত্রণ, দারিদ্র নিয়ন্ত্রণ, মাতৃ স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিতকরণ প্রভৃতি।
ফলাফল:-- ক্রমান্বয়ে জনসংখ্যা বৃদ্ধির ফলে বিভিন্ন ধরনের অসুবিধা ও সমস্যার উদ্ভব হচ্ছে।যেমন--খাদ্যাভাব, জলাভাব, স্থানাভাব, বায়ু দূষণ, জল দূষণ, শব্দ দূষণ, বিশ্ব উষ্ণায়ন, অতিরিক্ত সবুজ নিধন, অতিরিক্ত যানবাহন, কৃষিজমি কমে যাওয়া,দারিদ্রতা, বাল্যবিবাহ, অসুস্থতা, অপুষ্টি, রক্তাল্পতা, নিরক্ষরতা, ঘনঘন নিম্নচাপ,ভয়ঙ্কর ঘূর্ণিঝড় এবং বিভিন্ন ক্ষেত্রে অস্বাস্থ্যকর প্রতিযোগিতা।
সমাধান:-- উচ্চ জন্মহার এর ফলে বিভিন্ন ধরনের সমস্যা ও অসুবিধা তৈরি হচ্ছে। প্রধান অসুবিধা অতিরিক্ত মাত্রায় লোক সংখ্যা বিস্ফোরণ। এই পথের সমাধান একমাত্র পরিবার পরিকল্পনা। সঠিক পরিকল্পনা করার জন্য আমাদের স্বাস্থ্য দপ্তরের সহযোগিতা নেওয়া অবশ্যই প্রয়োজন। আশা দিদির সাথে ও স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করলে সঠিক পথের নিশানা অবশ্যই পাওয়া যাবে। এক এক জন করে এই পথের পথিক হতে হবে।
একজনের দেখানো পথে আর একজন এগিয়ে আসবে। এইভাবে দেখা যাবে একদিন এই সুবিশাল কর্মকাণ্ডে সবাই একে একে অংশগ্রহণ করছে। যেমন রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড প্রভৃতি কর্মকাণ্ডে সবাই এগিয়ে গিয়েছিলাম। তেমনি পরিবার পরিকল্পনা হলো এক পারিবারিক ও সামাজিক কর্মকান্ড। সমাজের সব স্তরের সব মানুষের সম্পূর্ণ সহযোগিতার সতেজ হাত দরকার। তাদের পরিপূর্ণ সহযোগীতার ফসলে সব অসম্ভব একদিন সম্ভব এ পরিণত হবেই হবে।
উদযাপন:-- প্রতিবছর ১১ ই জুলাই দিনটি "বিশ্ব জনসংখ্যা দিবস" হিসেবে উদযাপন করা হয়ে থাকে। মূলত এই উদযাপন প্রতিটি স্বাস্থ্য কেন্দ্র ও হাসপাতাল ভিত্তিক হয়ে থাকে। কিন্তু এই সমাজের মানুষ হয়ে আমাদের ও উচিত এই বিশাল কাণ্ডের নিজেদের অংশগ্রহণকারী করা।
২০২১ সালের স্লোগান--- অধিকার ও পছন্দই মূল কথা-- "প্রজনন স্বাস্থ্য ও অধিকার প্রাধান্য পেলে, কাঙ্খিত জন্মহারে সমাধান মেলে।"
কবিতা —
ছোট পরিবার
নন্দিনী মান্না
ভুলের জনারণ্যে পায়চারি,
সুনামির বেশে,
জনসমুদ্রে অতি মহামারী,
জোয়ার আবেশে।
জন- আতঙ্ক ঘরের ভিতর,
বিপর্যয় হানে,
উচিত ভেলায় ভাসে অন্তর,
সুযোগ দানে।
ভাবনা জাগায় চেতনা,
সুবিধার চিন্তা,
ভাবান্তর এর বিকাশে,
মনে সুচিন্তা।
সব স্বাস্থ্যের মূলক,
বংশ হবে ছোটো,
পরিবার পরিকল্পনায়,
হব নাকো খাটো।
ছোট পরিবারের ভাষা,
অতি মনোরম,
স্বপ্ন পূরণের আশা,
সহজ হরদম।
বিশ্ব জনসংখ্যা দিবস
হরিহর বৈদ্য
পরিবেশ কে বাঁচিয়ে রাখতে
উচিত জনসংখ্যা বৃদ্ধি রোধ করা,
গাছ না কেটে বৃক্ষরোপণে
এস সবুজে গড়ি বসুন্ধরা।
আমরা যদি স্বচেতন হই
বিশ্ব হবে সুস্থ ও সাভাবিক,
আনন্দেতে বাঁচবে মানুষ
স্বপ্নসুখে চারিদিক।
গড়তে সমাজ সঠিকভাবে,উচিত
পরিবার পরিকল্পনা মেনে চলা,
জনসংখ্যা বৃদ্ধিতে লাগাম দিয়ে
মানবতার কথা বলা।
মানব কল্যাণে রাঠ্রপুঞ্জ তাই ঠিক করেছে
বিশ্ব জনসংখ্যা দিবস ১১ই জুলাই,
বিশ্ববাসী এই দিনটিকে
পালন করে সবাই যে তাই।
বিশ্ব জনসংখ্যা দিবস
সুভাষচন্দ্র ঘোষ
শ্বাসরুদ্ধ এ ধরিত্রী মানুষের চাপে
সমস্যা সঙ্কুল বিশ্ব নাই পরিত্রান,
উত্তরোত্তর বর্দ্ধিত চাই সমাধান
রাষ্ট্রপূঞ্জে আলোচনা জন্মহার মাপে।
মানবসম্পদ শিক্ষা বৃদ্ধি প্রতিধাপে
উন্নত চিকিৎসা খাদ্য বস্ত্র বাসস্থান,
দারিদ্র্য অপুষ্টি থেকে মুক্তি পরিত্রান
পরিবার নিয়ন্ত্রণ সম্ভব আলাপে।
চাই কলুষতা হীন সুন্দর পৃথিবী,
বাঁচার রসদ পাক আগামী প্রজন্ম,
প্রতিষ্ঠিত হোক সাম্য মানবাধিকার।
নব আলোক দিক প্রভাতের রবি,
জাগুক বিশ্বের নারী পীড়িত আজন্ম,
বিশ্ব জনসংখ্যা দিনে কামনা সবার।
------------------------------------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন