লেবেল

শুক্রবার, ১৭ জুলাই, ২০২০

নির্বাচিত ছড়াগুচ্ছ।। সঞ্জীব কুমার দে



       

   এই ছেলেটা ভেলভেলেটা

এই ছেলেটা ভেলভেলেটা
      আমাদের বাড়ি যাবি
ভালোবেসে খেতে দেবো
       পাত বিছিয়ে খাবি।

এই ছেলেটা ভেলভেলেটা
     আমাদের বাড়ি যাবি
প্যান্ট, জামা কিনে দেবো
            খুশিতে পড়বি ?

এই ছেলেটা ভেলভেলেটা
        মা যে তোর মৃত !
আঁচল টেনে ডাক দিবি যে
         জাগবে না চিত্ত ;

তোর শুধু যে পরিচয়
     পরিযায়ী শিশু
দূর্ভাগা তুই এ রাষ্ট্র'য়
      অনাথা এক যীশু !

এই ছেলেটা ভেলভেলেটা
      কাটিয়ে দিতে রাত,
অনেক আদর ভালোবাসায়
       বাড়িয়ে দিবি হাত ?



                      

   ভালো মেয়ে ভালো ছেলে।

দিন দুপুরে বাজলে ভেঁপু বাজালে মাদল
আসবে নেবে বাদল নাকি ? মা বলে পাগল !

সব সময়ে হরিণ ছোটা দুষ্টুমি এক বিকার
পড়া বিহীন বড় হলে পাবে যে ধিক্কার

নষ্ট ছেলে হলে জীবন বোলতারই চাক হয়
মৌমাছির চাক থেকে মধু পাবে যে নিশ্চয়

পড়াশোনা করা ছেলে দশের ধন্য ধন্য হয়
মা বাবারই গর্ভেতে  বুক বড় আকার নেয়

ভালো মেয়ে ভালো ছেলে দেশের ভবিষ্যৎ
এগিয়ে যাবার চাবিকাঠি দড়ি টানা রথ।




                              

স্মৃতি

মেঘ বাদলে কাজললতার কাজলে
              কে দিয়ে দেয় টিপ !
এ মেঘ শোন, মা সাজানোর ক্ষণ
               বুক করে টিপ টিপ।
নড়াচড়ায় বাঁধা পড়ায় সাজাতে মা
                 দেয় ঢিপ ঢিপ।

কাঁপছে আকাশ মাপছে বাতাস চমকানো,
               গুমড়ানো মুখগুলো
    রঙীন পোশাক নেই বুঝি তোর বেশি
                পুরনো সব কালো ?
যাস না দূরে কোথাও সরে, চল না খেলি
                  লাফ দে এক ভালো !

আমি জমা জলে নৌকো ভাসাই ভেলা
                পাতা ছিঁড়ে ছিঁড়ে
মা বলে তুই দাঁড়া, সাথে যে দেয় তাড়া
                  হাতে নিয়ে পিড়ে 
আমি এখন বাবা, মা'য়ের মতোই ভাবা
                     স্মৃতিরা জমকালো।



                            

                   

          ভূতের ভয়

বোসেদের তাল পুকুরে ভূতেদের বাস আছে না !
টপাটপ পড়লে সেতো ঘেঁসে না কেউ কাছে না।

এক শেষ রাতের বেলায় ঘেটু তাল কুড়োতে যেতে
আশপাশ ঢিলের ঠেলায় ফেরে সে দৌড়ে ছুটে

কে জানে কোথা থেকে ঢিল কেউ দেয় বা ফিকে
ভূত ভূত চীৎকারেতে জ্ঞান হারায় পথের বুকে,

বলে সে জিজ্ঞাসা তে, সে কি এক দস্যি ভূতের
তাড়া খেয়ে পালিয়ে বাঁচে চোখ কান সব মোলাতে

পিন্টু এক জেদদি ছেলে, যুক্তি খোঁজে সুযোগ পেলে
সে গিয়ে জানতে পারে, বিট্টু মূল গন্ডগোলে ।





                         

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন