এই কথাটা বলা যাবে না কাউ-কে
আমি জিনিস কিনলে নিই ফাউ-যে।
যদি বলি পকেট কেটেছি বউ-কে
কথাটা বলে দিও না যেন মউ-কে।
মউ যদি হয় আমার বৌ, তা-হলে
চলে না সংসার কেন জৌ না-এলে।
মউ জউ আমি এসব কী ভা ব ছি
মনে মনে শুধু বার বার না ই ছি।
আপনারা বলুন, এটা কি বি-ভ্রম ?
লকডাউনের নবতর স ম্ভ্র ম !
সে যাই হোক, আসল কথা এ-বার
ছড়া চাই, সম্পাদক-ফোন ন'-বার।
শঙ্খশুভ্র পাত্র
ভাল্লাগে না কিছুই আমার—ভাল্লাগে না কিচ্ছুটি,
ঘরবন্দির ফন্দি থেকে কেউ আমাকে দিস ছুটি ৷
বাইরে কেন যেতে মানা—করোনা যে দিচ্ছে হানা
সবাই বলে — হিংসুটে না, ও যে বড় বিষ-কুঠি ৷
অগত্যা এই ঘরে বসে—কখনও-বা তক্তপোষে
শুয়ে-শুয়েই চিন্তা করি—খাচ্ছি আমি চিজ,রুটি ৷
মা বলেছে, পেলেই খিদে — নাইকো কোনও অসুবিধে
কৌটো খুলে সাবধানেতে, তিলের নাড়ু নিস দুটি ৷
বাবা তো সেই লেকটাউনে,আটকে আছে লকডাউনে
বাস চলে না, ট্রেন চলে না— এ যে কেমন বিচ্যুতি ?
মুখোশআঁটা লোকজনেরা,মাথায় জটা,কেউ-বা নেড়া
রিলিফ নিয়ে আসছে গ্রামে—সঙ্গে তাদের বিশ-জুটি ৷
দেখাচ্ছে সাফসুরোত তোকে, মানতে হবে দূরত্ব কে
নইলে বাপু মনে-মনে, বলবি তো ওই —'ইস্ ! ত্রুটি ৷
ভাল্লাগে না কিছুই আমার— ভাল্লাগে না কিচ্ছুটি,
কেন যে এই মর্ত্যে এল এই করোনা বিচ্ছুটি ?
অশোককুমার লাটুয়া
আঙুল ফুলে কলাগাছ
আঙুল তুলে কথা।
সব আঙুলের মানে আছে
আঙুল নক্সীকাঁথা।
বাঁকা আঙুলে ঘি তোলা
সহজে না হলে।
আড়ি আড়ি ভাব ভাব
আঙুলে আঙুলে।
আঙুল নীচে আঙুল উপরে
খুঁচিয়ে করো ঘা।
ঠোঁটে আঙুল চুপটি ক'রে
কাজটি সেরে যা।
কানে আঙুল মন্দ কথায়।
আঙুল গুণে অঙ্ক শেখায়।
আঙুলে খাই আঙুলে পরি
পাঁচ আঙুল নয়কো সমান
যেমন গাছের আদা।
আঙুল চুষি আঙুল ধরি
আঙুল নিয়ে কি যে করি
দেবো নাকি চোখে আঙুল দাদা।
অপ্রকাশিত লেখাই আমাদের একমাত্র কাম্য।
মতামত জানান ।
bimalmondalpoet@gmail.com
শঙ্খশুভ্র ও অশোককুমার লাটুয়ার ছড়া সুন্দর । অভিনন্দন জনাই লেখক দ্বয় ও সম্পাদক মহাশয়কে।
উত্তরমুছুনশঙ্খ শুভ্র পাত্রের লেখা ভালো লাগলো l
উত্তরমুছুন