লেবেল

রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

।প্রতিদিন বিভাগ।। ।। আগষ্ট সংখ্যা।। ।। বিষয় - স্বাধীনতা - ১৭।। স্বাধীন আমরা — দীনেশ সরকার।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।




      ।।প্রতিদিন বিভাগ।। 

      ।। আগষ্ট সংখ্যা।। 

  ।। বিষয় - স্বাধীনতা - ১৭।।



স্বাধীন আমরা

দীনেশ সরকার

 

স্বাধীন আমরা, স্বাধীন আমরা, বুক ফুলিয়ে বলি

স্বাধীন ভারত গড়ার কাজে ঠিক পথে কি চলি?

যাদের আত্মবলিদানে এলো স্বাধীনতা

কেমন করে ভুলে গেলাম তাদের ত্যাগের কথা?

 

রক্তেভেজা স্বাধীনতার সাতাত্তর বছর পার

শাসন তন্ত্রে ঘুণ ধরেছে দুর্নীতিটাই সার।

মন্দির-মসজিদ ধর্মে ধর্মে নিত্য হানাহানি

ধর্ম বেচে দেশ চলে আর রাজ্য চলে জানি।

 

স্বাধীন আমরা কিন্তু আমার মুক্ত চেতনা কই

রক্তচক্ষুর ভয়ে কেন আজও শঙ্কিত হই?

প্রতিবাদের ভাষা কেন ওঠে না জেগে আর

যা ঘটে সব গা সয়ে যায়, কাঁদে যে ন্যায় বিচার !

 

খাদ্য-আবাস, শিক্ষা-স্বাস্থ্য সবার জন্য আজও

হয় নি বন্দোবস্ত যে তার, নেই বেকারের কাজও।

ভাইয়ের হাতে ভাইয়ের মরণ বোমা-গুলির ঘায়ে

নেতা-মন্ত্রী জেলে থাকেন লোভ আর চুরির দায়ে।  

 

মুখে আমরা যতই বলি স্বাধীনতার কথা

শহিদদের সাথে যে চরম বিশ্বাসঘাতকতা।

এ ভারত তো চায় নি তারা, দুর্নীতিতে ভরা

সুযোগ পেলেই দেশের সম্পদ অবাধে লুট করা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন