আলোর উৎসব -৪৬
অশোক রায়
সাধ হয়
শুকনো পাতা ঝরার আগে
মন কেমন আকুলি বিকুলি করে
উত্তাপের শেষ ঝড় মানতে চায় না হার
তোমার ওম আমার ওম হ্রস্ব-উ দীর্ঘায়ু
নিঃস্বতার পাষাণে কামনা আরো দুর্নিবার
রজস্বলা-হীনার দুয়ারে জ্বালতে প্রদীপ
নারী আমি পথ হারিয়েছি
অসমান বহুতল কক্ষে
আকাশ পাতাল এখন আঁধার একাকার
তুমি আমি উচাটন তুষের আগুন
অনন্ত কামনার ধিকি ধিকি নির্যাস
ভালোবাসার কথা চলে নিরুচ্চার
দই হয়ে যাওয়া চতুর্দশীর কৃষ্ণ চতুরঙ্গে
সাধ হয় তোমার মন্দিরে আঠাশ প্রদীপ জ্বালি…।
বাহ্! খুব সুন্দর কবিতাটি। চমৎকার।
উত্তরমুছুন