।। প্রতিদিন বিভাগ।।
।। সেপ্টেম্বর সংখ্যা।।
।। বিষয় - মা আসছেন— ১৭।।
আমার দুর্গা আমার অসুর
মুক্তি দাশ
তোমার দুর্গা সিংহাসনা,
তেজী মুখের ধাঁচ।
আমার দুর্গা দু'দিন উপোস -
উনুনে নেই আঁচ।
তোমার অসুর পায়ের নিচে,
হোক ধুনুচি নাচ।
আমার অসুর পাড়ার কাকু -
ফাঁক পেলে ব্যাড টাচ্।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন