লেবেল

শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

। প্রতিদিন বিভাগ।। ।। সেপ্টেম্বর সংখ্যা।। ।। বিষয় - মা আসছেন—৫।। আমার মায়ের জন্য —বিপ্লব গঙ্গোপাধ্যায়।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।




   ।। প্রতিদিন বিভাগ।। 

     ।।  সেপ্টেম্বর সংখ্যা।। 

   ।। বিষয় - মা আসছেন—৫।।





আমার মায়ের জন্য

বিপ্লব গঙ্গোপাধ্যায়


"এই যে উনুন জ্বলছে এ যেন না নেভে"  

 আমি কাঠ আনতে বেরিয়েছি সেই কবে
দুপুর পুড়তে পুড়তে ছাই হয়ে গেল...
বাদল দিনের গান আমাদের রান্নাঘরে টুপটুপ কান্নার আওয়াজ মেলে জমে উঠল বালতিতে বালতিতে

সেই ভরা শ্রাবণের দিনে ভিজে যাচ্ছে নদীজল
ভিজে যাচ্ছে উনুনের আঁচ 
খিদের নামতা গুনতে গুনতে ধারাপাতে শুকনো শিশুমুখ

কীভাবে আগুন জ্বালব মা? 
কীভাবে ভাত ফুটবে খিদের অক্ষরে 

আগুনই তো বর্ণমালা 
জ্বেলে দেয়  অবাক হওয়ার খিদে  চোখে চোখে বিস্ময়ের ঘোর 

এক বুক খিদে নিয়ে কাঠ আনতে বেরিয়েছি কবে 
খিদের আগুন আমি জ্বেলে রাখি  উনুনে উনুনে ...
আজন্ম ক্ষুধার্ত আমি চোখে মুখে অতৃপ্তির বিস্ময়ের খিদে 

চিন্তার ভেতরে কবে এ  উনুন জ্বেলে দিয়েছে মা
আমার মায়ের জন্য শীত জল ঝড়ের পথ পেরিয়ে আমি খুঁজে চলেছি অরণ্যকাঠের দীপ্তি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন