।। প্রতিদিন বিভাগ।।
।। ডিসেম্বর সংখ্যা।।
।। বিষয় — নতুন চাঁদ— ২।।
পরম দোসর
মুক্তি দাশ
-
চাঁদের মতোই স্বপ্নপ্রবণ -
তুমি চিৎপাত শুয়েছিলে,
জোছনা চোঁয়ানো ভালোবাসা
ঝরে সিক্ত ঠোঁটের তিলে।
চন্দ্রালোকে ভাসছে জগৎ
নেই কোত্থাও উঁচু-নিচু,
চাঁদই আমার পরম দোসর,
সদাই চলে আমার পিছু।
মন ভেঙেছে প্রথম সেদিন,
মোদ্দা কথা জেনেছি যেই -
চাঁদের গায়ে সত্যি কোনও
চরকা-কাটা বুড়ি নেই।
