লেবেল

সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

। প্রতিদিন বিভাগ।। ।। অক্টোবর সংখ্যা।। ।। অলোর উৎসব—১১ ।। আলোর পথে — জীবন সরখেল।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



          ।। প্রতিদিন বিভাগ।। 

          ।।  অক্টোবর সংখ্যা।। 

           ।।  অলোর উৎসব—১১ ।। 





আলোর পথে 

জীবন সরখেল 


দীপাবলির আলোক মালায় 
সাজে গাড়ি বাড়ি 
চতুর্দ্দশীর আঁধার পালায় 
চোখ সরাতে নারি।
প্রদীপ মোমবাতি টুনি বাল্ব 
অত্যাধুনিক আলো
ঘন অমাবস্যা মোছে
ঠেলে জীবন কালো!
তবে চেতন সৎ কর্মে ঠিক 
কাটে জগৎ আঁধার 
আলোর উৎসবে তাই ফেরা 
উত্তর জীবন ধাঁধার।
দুঃখী গরীব পীড়িত জন 
হাসলে মন প্রাণ খুলে 
তার আশিসেই আনন্দ সুখ
আলোর মালা দুলে।