লেবেল

রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। সেপ্টেম্বর সংখ্যা।। ।। বিষয় - মা আসছেন— ১৫।। জাগো মা —বিকাশ দাস।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।




   ।। প্রতিদিন বিভাগ।। 

     ।।  সেপ্টেম্বর সংখ্যা।। 

   ।। বিষয় - মা আসছেন—   ১৫।।




জাগো মা

বিকাশ দাস


জাগো জ্যোতির্ময়ী ত্রিনয়নী
দুর্গতি-নির্ণাশি জগতজননী

জাগো মা...
সর্বজনে দিও এমন  শিশু-সুলভ-মন
ধুলো কাদা মাটির শিকড় আঁকড়ে আনন্দ খুঁজতে পারে আজীবন।


জাগো মা...
সর্বজনে দিও এমন  শক্তি-সামর্থ্য -শ্রম
টাকা কড়ির মোহের ঘোর অনায়াসে ছেড়ে ভাঙতে পারে বৃদ্ধাশ্রম।


জাগো মা...
সর্বজনে দিও এমন বোধ-বুদ্ধি-জ্ঞান
প্রযুক্তি কলার সৃজন সমরে মানুষ মানুষের করতে পারে কল্যাণ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন