।। প্রতিদিন বিভাগ।।
।। সেপ্টেম্বর সংখ্যা।।
।। বিষয় - মা আসছেন— ১৮।।
মা আসছেন
জীবন সরখেল
মা আসছেন সব অনাথ শিশুর
মোছাতে চোখের জল
অভিযোগের প্রতিকারে
দিতে অমৃত ফল।
রাস্তা তৈরিই-ইঁট ভাটাতে
কারখানার শ্রমিকে
ক্ষেত মজুরকে সঠিক পাওনা
দিতে দিগ্বিদিকে।
হাসপাতালে সেবায় ব্যস্ত
ডাক্তার নার্সের জন্য
পুজোয় কাজ করা পুলিশের
চিন্তায় "মা" হন হন্য।
গেঞ্জি-সাবান-সার্ফ কারখানার
শ্রমিকদের সব ব্যথায়
মা আসছেন অভুক্ত বামুন
আর ভক্তের নিতে দায়।
মা আসছেন তাই ভালোবাসায়
তুলো মেঘ-নীলাকাশ
শিউলি শালুক পদ্ম শিশির
চামর দোলায় যে কাশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন