স্বাধীনতা বিষয়ক কবিতা —১৫
পথের দিশা
শ্রাবণী বসু
দেশকে , দেশের মানুষকে
মর্যাদার আসনে উপবিষ্ট করেছে স্বাধীনতা,
ভারতীয়বোধের সমানানুভবের স্বীকৃতি দিয়েছে পনেরোই আগস্ট,আত্মার কঠিন কারায় আলোর আকাশ ভরে দিয়েছে অমর উনিশশো সাতচল্লিশ।
পরাধীনতার রূপ ধরে বিষাক্ত গোখরো-
বিষিয়ে দিয়েছিল দেশের অন্ন, মাটি, জল,
হতাশা , গ্লানি, অপমান কেড়ে নিয়েছিল
আট থেকে আশির মুখের হাসি।
মোটা-ভাত-কাপুড়ে-মায়ের লাখো লাখো সন্তান
সেদিন গর্জে উঠেছিল দাবানল হয়ে,
আগুন ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিল-
হয় স্বাধীনতা নয় আত্ম বলিদান।
সীমাহীন মুক্তির প্রথম প্রভাতফেরীতে মুখরিত হয়ে ওঠার ইতিহাস মনে করায়
হাসি কান্না মেশানো শহিদদের রক্ত মঞ্জিল।
লাল নীল বাদামি অনুভুতির পর্দাগুলো এমনি এমনি সরে যায়নি, প্রাণপণ প্রচেষ্টায় সরানো হয়েছে।
স্বাধীন দেশের মাটিতে বিউগলের সাথে প্রথম পতাকা ওড়ার মুহূর্তটি এমনি এমনি আসেনি, আনা হয়েছে।
ভাবলে লজ্জা লাগে ,সেই মহান দেশেই
মায়ের চোখের সামনে হাঁড়ি আলাদা হচ্ছে,
ঘরে ঘরে দেয়াল উঠেছে,
খুন ধর্ষণ আর যা কিছু মানবতা বিরোধী,
সব কালোকে এক এক করে জড়ো করা হচ্ছে,
আমরা কি অচেতন?
আমাদের কেন মনে হয়না, সব কালো গিয়ে মিশছে পতাকার সাথে!
এক চোখে জল অন্য চোখে হাসি নিয়ে মায়ের মলিন মুখের দিকে আর তাকাতে পারছিনা
আমরা পথ হারিয়ে ফেলেছি,
পথভ্রষ্ট পথিকদের তুমি আরো একটিবার
পথ বলে দাও, মা!

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন