লেবেল

সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

স্বাধীনতা বিষয়ক কবিতা —১৬ ।। প্রসন্না হও — ভবানীশংকর চক্রবর্তী।।Ankurisha।। E.Magazine ।। Bengali poem in literature।।

 




স্বাধীনতা বিষয়ক কবিতা —১৬


প্রসন্না হও 

ভবানীশংকর চক্রবর্তী

কী দিতে পেরেছো তুমি সে সব ভাবিনি
তোমার কাছে নতজানু হয়েছি বারবার 
অঞ্জলি ভরে  অর্ঘ্য সাজিয়েছি ফিবছর

শৈশব পেল না সুখ
যৌবন ব্যর্থ হলো কর্মহীন ডিগ্রীবোঝা বয়ে
মাটি কামড়ে পড়ে আছে ক্লান্ত প্রৌঢ়কাল 
জরা এসে দাঁড়িয়েছে দ্বারে

দেবী বলে পূজা করেছি স্বাধীনতা এতকাল
এবার অন্তত একটিবার তুমি প্রসন্না হও 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন