লেবেল

সোমবার, ২৯ জুন, ২০২০

নির্বাচিত অল্প স্বল্প গল্প





রাণু

স্ত্রী জলে ডুবে মরার পর থেকেই রমাপতি কথাটা পাড়ছিল। 
ছেলে ভাল, পয়সা আছে।বয়স একটু বেশি,
তাতে কি? শ্যালিকা রাণুর সাথে বিয়েটা হয়ে গেল।
সেই থেকে শুভ্র একা একাই স্কুলে যায়। 
তারপর... বহুদিন পর... 
হঠাৎ একদিন..
ইসস্, গল্পের মতো জীবন কেন যে হয় না !শুভ্র আজও ভাবে।

অলংকরণ- বিমল মণ্ডল  


মা

আজকেও সাত সকালে একপ্রস্থ হয়ে গেছে।
বৃদ্ধা শাশুড়ি আর বৌ। ছেলের নতুন সংসার।
বৃদ্ধাশ্রমই কি তবে শেষ উপায় ?
শীতের বিকেল।রোদে পিঠ দিয়ে শাশুড়ি বসে আছেন ছাদে। উবু হয়ে ঝুঁকে, একান্তে, একমনে বুনে চলেছেন কিছু। 
বৌমা উঁকি দিয়ে লজ্জা পায় ;
এ যে, একটা অসমাপ্ত ছোট্ট লাল সোয়েটার !





অপেক্ষা

আমফানে উড়েছে ঘর।যেটুকু জমি,
নোনাজলের তলায়। যারা অন্য পার্টি করে তাদের আর কে ত্রান দেয় ? 
'আমি কাজে যাব' বই ফেলে বলে ওঠে মা-মরা ষোড়শী মেয়েটি। চমকে ওঠে বাপ।
'তবে,তাই ... যা। মুখের মাস্কটা যেন ভুলিস নে মা।'

এখন অনেক রাত।একটা বাইকের শব্দ হল না?
হুসস্ ,বিড়াল একটা।

অলংকরণ- বিমল মণ্ডল  



কালো

'...কালো মানুষেরা কি কান্ডটাই না করছে সেখানে !'
ফ্লয়েড হত্যার পর 'সুভাষ মুখোপাধ্যায়ের  ' কবিতাটা আবারও পড়ল সুমন।বারবার পড়ল। 
মনটা চঞ্চল হয়ে আছে। 
কিছুতেই বুঝে উঠতে পারছে না কাল কি করবে। 
যে করেই হোক,সিদ্ধান্ত একটা নিতেই হবে,মোটামুটি ফর্সা না দারুন ফর্সা,কোন সুন্দরী মেয়েটিকে সে বিয়ে করবে।

অলংকরণ- বিমল মণ্ডল  



ফোন কল

সমস্যার কথাটা কাউকে খুলে বলতে পারে না সুতপা।ছেলেমেয়ে বড় হয়েছে,কি না কি ভাববে !
ঠিক দুপুর তিনটেয়, যখন সে একা, উটকো ফোনটা আসে।ধরলেই আর কোন উত্তর নেই। তবে কি...
সুতপা উতলা হয়।
এখন তিনটে বাজতে তিন,দুই,এক...
ফোনটা কি বাজবে ?
যদি আজ না বাজে ?আর না বাজে ?




অপ্রকাশিত লেখাই আমাদের একমাত্র কাম্য
মতামত জানান
bimalmondalpoet@gmail.com       






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন