লেবেল

বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। এপ্রিল সংখ্যা।। ।। অণুগল্প (মুক্ত) -৮।। প্রতিদিন আমি হে জীবন স্বামী — হীরক বন্দ্যোপাধ্যায়।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



    ।। প্রতিদিন বিভাগ।। 

   ।।  এপ্রিল সংখ্যা।। 

   ।।  অণুগল্প  (মুক্ত) -৯।।




প্রতিদিন আমি হে জীবন স্বামী 

হীরক বন্দ্যোপাধ্যায় 


প্রতিদিন আমি হে জীবন স্বামী দাঁড়াবো তোমারি সম্মুখে ....বাতাস মুখর হয়ে আছে সুরের সরগমে।
আপনাকে আজ আমার বাড়িতে নিয়ে যেতে পারছি না।দুঃখিত।
কোনও অসুবিধা নেই ।আর তাছাড়া ....একটা কথা জিজ্ঞেস করব।আপনি আমার পিছনে পড়লেন কেন ?কারণ,আমি আপনার প্রেমে পড়েছি।
কি ?
হ্যাঁ, প্রেম।প্রথম দেখাতেই।
মানে ?
ঘাবড়াবেন না,আমার প্রেম তেমন গুরুতর কিছু না।গুরুতর না মানে।
গুরুতর নয় মানে ছেলেদের প্রবণতা হল সুন্দরী মেয়ে দেখলেই প্রেমে পড়ে যাওয়া ।হুটহাট প্রেমে পড়ে যাওয়া ।কী বলছেন,আমি কিছুই বুঝতে পারছি না৷ ঠিক সেভাবে আমিও পড়ে গেছি।
আসলে এটা প্রেম না।এটা মোহ,ক্ষণিকের মোহ।ভয়ংকর কোনও ব্যাপার না।আপনাকে আমার ভালো লেগে গেছে ।আপনি সব সত্যি কথা বলেন।যারা সত্যি কথা বলে তাদের আমার ভালো লাগে।তাহলে আজ আর একটা সত্যি কথা বলি।আপনি অনেক বোকা। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন