লেবেল

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। এপ্রিল সংখ্যা।। ।। অণুগল্প (মুক্ত) -১০।। ক্যালেন্ডার —শ্রুতি সামন্ত।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।




    ।। প্রতিদিন বিভাগ।। 

   ।।  এপ্রিল সংখ্যা।। 

   ।।  অণুগল্প  (মুক্ত) -১০।।





 ক্যালেন্ডার

শ্রুতি সামন্ত


ঋতুজার ঘুম ভেঙ্গে গিয়েছিলো । স্বামী তীর্থ জোরে জোরে ডাকছে। ও বাড়ী থেকে ফোন এসেছে। ঘুম জড়ানো গলায় বললো কে ফোন করেছিল, মা মানে বাবার শরীর ঠিক নেই, ঋতুজা র মা ফোন করেছিলেন  আগের রাত্রে ভালো ঘুম হয়নি ঋতুজার, ঘুমের মধ্যে সে ছেলেবেলাকে দেখেছে, বাবার স্বপ্ন। বাবা ক্যালেন্ডারের প্রতিশব্দ  শেখালেন দিনপঞ্জিকা। কি শক্ত শব্দ বাবা । তোকে যে শক্ত পথে হাঁটতে হবে মা। বাবা কি স্বপ্নে তাঁর চলে যাবার কথা জানিয়ে দিলেন। কি ভাবছি আমি এসব ঋতুজা যখন মনকে প্রবোধ দিতে চাইছে তখন তীর্থ কাঁচের গাড়ির কথা বলছে ফোনে,আমাদের এখনই বেরোতে হবে ঋতুজা। একভাবে তাকিয়ে আছে ক্যালেন্ডারের দিকে ৬ই এপ্রিল। বাকরুদ্ধ, কান্না র জল যে বাবার যাত্রাপথ অমঙ্গল আনবে  । বাপি এখন শক্ত পথে হাঁটবো আমি। স্বগোতোক্তি করছে ঋতুজা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন