লেবেল

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। এপ্রিল সংখ্যা।। ।। অণুগল্প (মুক্ত) -১১।। কিছু কিছু রূপকথা — মুক্তি দাশ।।Ankurisha।। E. Magazine।। Bengali poem in literature।।




    ।। প্রতিদিন বিভাগ।। 

   ।।  এপ্রিল সংখ্যা।। 

   ।।  অণুগল্প  (মুক্ত) -১১।।





কিছু কিছু রূপকথা 

মুক্তি দাশ


বিকাশ তলাপাত্র এই তল্লাটের দাপুটে রাজনৈতিক নেতা। সেদিন সকালে জরুরি মিটিংয়ে যাবার জন্যে রেডি। চেয়ারে বসে পায়ে মোজা গলাচ্ছেন, এমনসময় ছ'বছরের মেয়ে তিতলি এসে বলল, "আচ্ছা বাপি, সব রূপকথার গল্প কি 'সে অনেকদিন আগের কথা' বলে শুরু করতে হয়?"

মেয়ের চুলে বিলি কাটতে কাটতে আদরের সুরে নেতা বললেন, "না মা। কিছু কিছু রূপকথা 'যদি নির্বাচিত হই' বলেও শুরু করা যায়।"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন