লেবেল

মঙ্গলবার, ৩০ জুন, ২০২০

ছড়ার মেলা /পর্ব-২




শতরঞ্জি
সুবীর ঘোষ  

লাল রোদে নীল এক্কাদোক্কা
ছক্কাপাঞ্জা বেলা
উড়ো পাখির মিছিল চলে
মৌগঞ্জের মেলা ।
মেলার ভেতর জাদুগরের
ম্যাজিকলাঠির নাচ
নিজের মুখে পরের মুখ
দেখায় আতশকাচ ।
পুতনাবুড়ির রাক্ষসীটার
চলন এলেবেলে
দুধ না খেলে গপগপাগপ
গিলতে আসে ছেলে ।
আলাভোলা আলবোলাতে
গুড়ুকতামাক টান
গিরগিটিরা শুনতে আসে
গাঁওবুড়োটার গান ।
আসছে শীতে আসাম যাব
আনতে শেয়াকুল
কড়াইফুল খেয়েই না বক
হয়েছে বকফুল !



ভাগ করোনা ভাগ
ফটিক চৌধুরী

বার নিয়ে বাড়াবাড়ি কর কেন তবে
সব দিন যদি সেই রবিবারই হবে !
স্কুল নেই, ঘরে বসে চলে পড়াশোনা
আকাশে মেঘের দল করে আনাগোনা
বিকেলে ছাদে উঠে সেই সব দেখা
পাখিরা ধীরে ধীরে নীড়ে ফেরে একা
সূর্য অস্ত যায় তার লাল আভা নিয়ে
সন্ধ্যা নামলে ধীরে, দিন যায় হারিয়ে
সারাদিন বাড়িতে বল কার ভালো লাগে?
মাঝে মাঝে তাই আমি ফুঁসে উঠি রাগে
কী যে হয়েছে সব বুঝে কিছু পাইনে
পড়াশোনা নাচ গান সব অনলাইনে
বাড়িতে তিনটি মুখ বাবা মা আর আমি
বাবা মা বকলে পরে আমি খুব বেশি ঘামি
দিন দিন এই ভাবে যায় বেড়ে রাগ
দোহাই করোনা তুই দেশ থেকে ভাগ।




কানু দে
সুধাংশুরঞ্জন সাহা 

কলাবাগানের কানু দে
মানুষটা বড় আমুদে ।
রসেবসে দিব্যি ঘুমোন
তার ছিল অলস মন ।
‌পড়েন কাগজ সারাদিন
গল্প ফাঁদেন গোটা তিন ।
ঠিক হলো যেই মিশর যাবেন
ম্যাজিক টোটোর খোঁজে ছোটেন !
পড়শী ছিল রমেন দত্ত
মহুয়া খেয়ে হতেন মত্ত ।
সুর উঠলে তানপুরায়
আজব নাচে হাসি ওড়ায় ।
নাম শোনেনি  মারাদোনার
কচিকাঁচা কান্ড দেখে তার।
ভূতের কথা উঠলে  নাকি
বলে ভূতের ঠেক করাচি ।




অপ্রকাশিত লেখা পাঠান। 
মতামত জানান
bimalmondalpoet@gmail. com      


1 টি মন্তব্য: