।। প্রতিদিন বিভাগ।।
।। সেপ্টেম্বর সংখ্যা।।
।। বিষয় - মা আসছেন—১।।
মা আসছেন
তৈমুর খান
শরতের আয়নায় রোজ দেখি মুখ
আমি তো আমার মতো আছি
সারিয়ে নিয়েছি সব অসুখ-বিসুখ
যেটুকু শস্য ফলেছে খেতে
স্বপ্ন এসে করে কানাকানি
সবুজ-সোনালি রঙে ওরা মাতে
ফাঁকা করি সমস্ত উঠোন
লেপে-মুছে ঝরঝরে তকতকে
সারা ঘরে পেতে রাখি মায়ের আসন
শালুক ফুলের শোভা, শিউলির হাসি
কাশের স্নিগ্ধতায় জ্যোৎস্না মেশাই
পাতার কম্পনে বাতাস বাজায় বাঁশি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন