।। প্রতিদিন বিভাগ।।
।। সেপ্টেম্বর সংখ্যা।।
।। বিষয় - মা আসছেন—৩।।
অর্ঘ্য
বিকাশ চন্দ
শারদ আলো মাখে যেমন
কাশ ফুলের ঝালরে,
আলোর বেণু তেমনি আসুক
ঘুচিয়ে সকল কালো রে।
শিউলি শালুক ধানের শীষে
শারদ আলো মিশিয়ে,
মা আসছে মা আসছে ব'লে
বলছে ফিসফিসিয়ে।
সুখে আছে কেউ নয়তো দুঃখে
তবুও সাজায় অর্ঘ্য,
শূন্য সময়ে কে দেখাবে বলো---
সকল জীবনে স্বর্গ।
এনিয়ে তো সুরলোকে কড়চা,
সাজে জীবন সৌরভে--
মা'ই তো চায় যাক না ভরেই,
সবাই বাঁচে গৌরবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন