।। প্রতিদিন বিভাগ।।
।। এপ্রিল সংখ্যা।।
।। অণুগল্প (মুক্ত) -৬।।
স্মৃতি রোমন্থন
তীর্থঙ্কর সুমিতভদ্রলোক রোজ সকালে গাছের নিচে বসে ফেলে আসা দিনের কথা অনুসরণ করেন। অতীতে রমা দেবী তার কাছে একটা সুস্থ সকাল চেয়েছিল। আশিস কোনোদিনও অনিশ্চয় জীবনে তাঁকে জড়াতে চাননি। আজ পাকা চুলের মোড়কে আশিস সেই আমাগাছটার কাছে গিয়ে দাঁড়াতেই কে যেন বলে উঠলো "তুমি তো সেই বদলালেই "
মেয়ে অনিমা কোনো একটা ছেলেকে বলছে আর হাসছে।
আশিস দূর থেকে তাদের দিকে তাকিয়ে চোখের জলে স্মৃতি রোমন্থন করল।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন