।। প্রতিদিন বিভাগ।।
।। এপ্রিল সংখ্যা।।
।। অণুগল্প (মুক্ত) -৫।।
টিকিট কিনতে পারি নি
হিমাংশুভূষণ বালো
নিনিষা তের বছরের মেয়ে। গতকাল স্কুল ছুটির পর বাড়ি ফেরেনি। বাড়ির লোকজন স্থানীয় ভাবে খোঁজ করে হদিস পায়নি।দ্রুততার সাথে থানা ও বৈদ্যুতিক মাধ্যমে নিখোঁজ বিজ্ঞাপন দিয়ে খোঁজ চলছে।দাপট থাকাতে থানার বড়বাবু নড়ে চড়ে চেষ্টার কসুর করছেন না। বাবা- মায়ের কাছে কিছু প্রশ্ন করলে দু রকম উত্তর আসে।বাবা জানে না।মা একসাথে পড়া ও যাতায়াত করে বলে বক্তব্য রাখে।প্রাইভেট শিক্ষক জানান একসাথে বেড়িয়ে গেছে।ওদের মধ্যে অন্য সম্পর্ক নিয়ে কিছু জানে না।
খবর আসে রানাঘাট জি,আর,পিতে কিছু ছেলে মেয়ে বিনা টিকিটের জন্য আটক আছে।তাদের মধ্যে দেবায়ণ --নিনিষা আছে। নিনিষার বাবা মা ছুটে যায়।
আটকদের মধ্যে মেয়েকে পেয়ে, মুখে ভাঙ্গা চাঁদের মত বাঁকা একটা হাসির আভাসে গোমরা মুখে আলো ছড়াল। বিনা টিকিটের জরিমানার টাকা দিয়ে ছাড়িয়ে বাড়ির পথে পা বাড়াল।সাথে দেবায়ণ।
কেন পালিয়েছিস--'
দেবায়ণ কে ভালবাসি।তবু তোমাদের বলতে পারিনি, তাই----
যা টাকা ছিল খেতে ফুরিয়ে গেছে। টিকিট কিনতে পারিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন