।। প্রতিদিন বিভাগ।।
।। এপ্রিল সংখ্যা।।
।। অণুগল্প (মুক্ত) -৪।।
খেলা
অলোক মুখোপাধ্যায়
খেলাটা একেবারে নতুন। অন্ধকারে ডুব আলো ফুটলে ওঠা। নিয়ম মেনে খেলতে পারলে থাকা খাওয়া চিকিৎসা ফ্রি। মাঠ জুড়ে ছোট বড় বিভিন্ন মাপের গর্ত। খেলোয়ারদের জানা নেই কোনটা্র কি মাপ। ধর্ম বর্ণ নির্বিশেষে বড় ছোট সবাই হাজির। খেলোয়ারদের কাছে খবরটা নেই যে আলো এবং অন্ধকারের স্থায়িত্ব এক সুতোয় বাঁধা। আলো এবং অন্ধকার কতক্ষণ, সেটা সুতো ছাড়া এবং গোটানোর ওপর নির্ভরশীল। ঝুপ করে অন্ধকার নামতেই শুরু হলো গর্তে ঢোকার হিড়িক। একটা গর্তেই গাদাগাদি করে যে যেমন পারছে ঢুকছে। গর্তে ঢুকতে না পারার দল বিফল মনোরথে পরের দিনের জন্য অপেক্ষা করে। সূত্রের খবর মাঠে অন্ধকারের পর আলো ফোটেনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন