লেবেল

রবিবার, ৫ নভেম্বর, ২০২৩

।।আলোর উৎসব--৬।। অজিত বাইরী-র কবিতা।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



।।আলোর উৎসব--৬।। 




অজিত বাইরী-র  কবিতা 


১.

আলোর প্রার্থনা 


আলো ছাড়া আর কোন প্রার্থনা নেই

আলো চাই, আলো চাই, আলো।

ভোরের পাত্র থেকে উছলে পড়া আলো

সন্ধ্যার প্রদীপ থেকে উছলে পড়া আলো

রাতের নক্ষত্র থেকে উছলে পড়া আলো।

যত কালো মেখেছি দু চোখে,

যত অবসাদ, ক্লান্তি, ভ্রান্তি অতীতের;

মুছে ফেলব শিশির-স্নাত ঘাসের মতো।

আলো ছাড়া আর কোন প্রার্থনা নেই

আলো ছাড়া আর কোন তৃষ্ণা নেই

পানের নিমিত্ত পেতেছি করতল;

আলো দাও, আলো দাও, আলো।



২.

অন্যকোন আলো  


হয়তো অন্যকোন আলো আসবে 

দিগন্তের ওপার থেকে।

ধুয়ে দেবে বহু বছরের ক্লেদ, ক্লান্তি ;

চোখের পাতায় বুলিয়ে দেবে আঙুল।


হয়তো সে আলোয় উমুক্ত হবে চরাচর,

খাঁচার পাখির মতো মুক্ত হবে সুপ্ত বাসনা।

সে এক আশ্চর্য আলো, জীবনের সমস্ত

মালিন্য সরিয়ে গড়বে নতুন জীবন।


হয়তো অন্যকোন আলো আসবে,

যার স্পর্শে পরিশুদ্ধ হবে হৃদয়।

হয়তো অন্যকোন আলো পার্থিব

দুঃখের বাগানে ফোটাবে নৈসর্গিক ফুল।


 

৩.

 আলো   


আঁজলা ভরে তুলে নিই জল;

যে আছে আঁচল পেতে পথের পাশে শুয়ে

তার ওষ্ঠে দিই ফোঁটা ফোঁটা,

মেলে ধরে সে স্ফুরিত অধর।


তার আছে অনন্ত পিপাসা;

মিটবে না অঝোর ধারাতেও।

এক আঁজলা জলে কতটুকু নিবারণ হবে তৃষ্ণা?

দু'চোখ বেয়ে গড়ায় দুটি ধারা

সে কি নিছক চোখের জল?

না কি কৃতজ্ঞতা ভরা নয়ন-নীর?


দু'ফোঁটা অশ্রুমাত্র নয়;

আমি দেখি অমল আলো

হৃদয়ের গভীরে নামছে ধীরে ধীরে ।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন