।।আলোর উৎসব--৭।।
সমাজ বসু-এর কবিতা
১.
ব্যাটন
অনেকের জানা নেই ---
আলোরও ব্যাটন আছে,প্রতিযোগিতাহীন ছুটে যায়
কিছু মানুষ---
কোন লালফিতের গন্তব্য নেই। ছুটেই যায় --- দৌড় শেষের প্রাক্ মূহুর্তে ব্যাটন ধরে নেয় কেউ একজন।
সবাই ছুঁতে পারে না আলোর এই ব্যাটন।
২.
বসবাস
ঝলমলে আলোকিত ঘরের ভেতর বাস করে কিছু
অন্ধকার জড়ানো মানুষ ---
সারাদিন ফাঁদ ও ষড়যন্ত্র বুনতে থাকে,বুনতে বুনতে
ভুলে যায় সামান্য ছাইমোছা লন্ঠনের কথা। লন্ঠন সব জানে---
তাদের গোপন বসবাসের সাক্ষ্য দেয় আলোর কাছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন