স্বাধীনতা বিষয়ক কবিতা -৫
স্বাধীনতার ফূর্তি
বিশ্বজিৎ রায়
স্বাধীন আমি স্বাধীন তুমি স্বাধীন আমরা সবাই
স্বাধীনতার বুলি আউড়ে দেশটা চিবিয়ে খাই
মন্ত্রী- আমলা হয়ে বুঝি সুস্বাদু বেশ দেশটা
নেতা-পুলিশ যুগলবন্দী জমিয়ে দেয় 'টেস্ট' টা
জনগণকে সেবার নামে করি ভালোই ফূর্তি
মুখোশ পরে ফক্কা মেরে বানিয়েছি ভাবমূর্তি
স্বাধীনতা দিবস এলে কেঁদে ভাসিয়ে দিই
লম্বাচওড়া ভাষণ মেরে সবাইকে চমকে দিই
লোকে ভাবে, এমন নেতার জুড়ি মেলা ভার
দেশপ্রেমিক ভাবনাগুলি সত্যি চমৎকার
মাটি বালি কয়লা গরু কিছুই যায়না বাদ
বাড়ি জমি স্কুলের চাকরি, জিভে ফুরায়না স্বাদ
করেকম্মে খাচ্ছি বাবা নজর দিওনা কেউ
ভাগ চাইলে মূলোটা দেব, কোরনা ঘেউ ঘেউ।।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন