লেবেল

শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩

অঙ্কুরীশা পত্রিকা ও আপনার অভিজ্ঞতা।। অভিজ্ঞতা —৫ —সমাজ বসু।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




অঙ্কুরীশা পত্রিকা ও আপনার  অভিজ্ঞতা 



অভিজ্ঞতা —৫

সমাজ বসু



সাহিত্যনিবেদিতপ্রাণ বিমল মন্ডল সম্পাদিত "অঙ্কুরীশা" পত্রিকার অঙ্কুরোদগমের শুভক্ষণ মনে নেই। তবে আজ  এই মুহূর্তে সাহিত্যের উদ্যানে সেই অঙ্কুর ফুলে ফুলে সুরভিত রমণীয় এক পুষ্পবৃক্ষে পরিণত,তা বলার অপেক্ষা রাখে না।

সাহিত্যের বিভিন্ন বিষয়ের সুত্র ধরে সম্পাদকের এইরকম নিরলস সুপ্রয়াস ভীষণভাবে প্রশংসার দাবি রাখে। তাঁর অসীম ও বিপুল মানসিক উৎসাহ এবং উদ্যমই এই প্রচেষ্টার মূলধন ও চাবিকাঠি।
কবিতার বর্তমান সময়, উন্মুক্ত কবিতাগুচ্ছ,অণুগল্প, রম্য কবিতার মত বিভিন্ন বিভাগ ছাড়াও কিছু বিশেষ সংখ্যা প্রকাশ করেছেন। নববর্ষ কবিতা সংখ্যা, রথযাত্রা সংখ্যা এবং পঁচিশে বৈশাখ সংখ্যা নিঃসন্দেহে অঙ্কুরীশা পত্রিকাকে সাহিত্যের আঙিনাকে আলোকিত করেছে। এছাড়াও মুদ্রিত শারদ সংখ্যা পত্রিকার মুকুটে এক উজ্জ্বল পালক বলা যায়।
আগস্ট মাস যেহেতু স্বাধীনতার রঙে রঙিন, তাই এই মাস জুড়ে তিনি আয়োজন করেছেন "স্বাধীনতা বিষয়ক কবিতা" প্রকাশের। এই বিভাগের পাশাপাশি রয়েছে"মুক্তগদ্য"।
বিমল মন্ডল নিজে একজন বিশিষ্ট কবি, গল্পকার ও প্রাবন্ধিক। তাই সাহিত্যের প্রতি তাঁর মেধা ও মননের প্রতিফলন পাওয়া যায় তাঁর নিখুঁত সম্পাদনায়। বিষয় মনোনয়ন ও লেখা নির্বাচনে অদ্ভুত এক মুন্সিয়ানা আছে। যা লেখক, পাঠককে মোহিত করে। এক বিষ্ময়বোধে বাঁধে।
অদূর ভবিষ্যতে "অঙ্কুরীশা" ই-পত্রিকার দুনিয়ায় এক অনন্য নজির সৃষ্টি করবে এ বিষয়ে আমার কোন দ্বিমত নেই।
আমার অসংখ্য লেখা প্রকাশ করে আমাকে অসীম কৃতজ্ঞতায় বেঁধেছেন সম্পাদক বিমল মন্ডল। তাই পরিশেষে জানাই তাঁকে আমার আন্তরিক ধন্যবাদ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন