স্বাধীনতা বিষয়ক কবিতা —৬
স্বাধীনতা
দুরন্ত বিজলীনিজের বিচরণ নিজের মতো
উন্মুক্ত উদার অথবা স্বেচ্ছাচারী হলে
সেটাই স্বাধীনতা তা কিন্ত্ত নয়।
সমকালের দায়দায়িত্ব ও সামাজিক রাজনৈতিক
সনির্বন্ধ নীতিনিষ্ঠ যা জীবনকে সমাজকে দেশ ও
জাতিকে ঐক্যবদ্ধ সমৃদ্ধ সার্বভৌম ও গর্বিত করে
তা স্বাধীনতার অলঙ্কার। এগুলো নিয়েই স্বাধীনতা।
নিজে স্বাধীন, অপরকেও স্বাধীন রাখার বা থাকার
দায়ও নিজের এই বোধ সবার মধ্যে যতই বিকশিত হবে স্বাধীনতার উদ্দেশ্য ততই সফল হবে।
এ মাটি আমার মা
আমার দেশের মাটি
সে মাটিতে পড়ে সাম্প্রদায়িক হিংসার রক্ত
জাতিভেদ এখনো নির্রমূল হয়নি
এখনো দারিদ্র্য বিমোচন হয়নি
এখনো শিক্ষার আলো থেকে অনেকেই বঞ্চিত
এখনো টাকার অঙ্কে সম্মান নির্ধারিত হয়
এখনো উৎকোচ বন্ধ হয়নি।
মা আমাদের ভারতমাতা। শৃঙ্খল মুক্ত হয়েছে ঠিক
কিন্তু দুঃখগুলো ছেঁড়া কাপড়ের মতো আজও জড়িয়ে আছে ।
মুক্তির মন্ত্রে দীক্ষিত হওয়ার দিন এসেছে
আমরা আমাদের দেশের সংবিধানের নির্দেশ পালনের অঙ্গীকারের মধ্য দিয়ে আমাদের দেশকে
বিশ্বের সবচেয়ে সুন্দর ও শ্রেষ্ঠ করে তুলবো
এই হোক স্বাধীনতা দিবসের শপথ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন