লেবেল

রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১

শুধু কবিতায়...পৌষ এল ঘরে -৩৫।। শিখা ঘোষ।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




পৌষ এল ঘরে -৩৫

শিখা ঘোষ




পৌষালি আমেজ



হৈমন্তিক সন্ধ্যাগুলো পাতলা হিমেল চাদর বিছাতে শুরু করেছিল সন্তর্পণে,

কিছু বুঝে ওঠার আগেই--

    কখন যেন--

    পৌষের সোনামাখা রোদ গায়ে মেখে নিল

           বাক্স বন্দী লেপ কাঁথারা

শীতের আমেজ মাখা পৌষালি দিনগুলিতে--

একদিন হঠাৎ ,একঝাঁক মেঘ,

  আকাশে উঁকি দিয়ে বলে গেল—

    এবার ফসল তোল—

গোলাজাত  হল সকল ফসল,আয়োজন শুরু নবান্নের,

পিঠে পুলির সুঘ্রানে মাতাল ধরণী—

সেজে উঠলো নানান ফুল সম্ভারে,

জ্যোৎস্না রাতে মাদলেতে উঠলো বোল ,

ধিনাক ধিনাক ধিন, এল সুখের দিন।।










কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন