মানবতাবাদী কবিতা —২৯
প্রশ্ন রাখো নিজের মাঝে
প্রদীপ্ত সামন্তসকাল বেলা'ই খবর কাগজ
দারুন জমে চায়ের কাপে ,
দুধ চিনি আর চায়ের লিকার
অনাথ কাঁদে - কার যে পাপে?
ইচ্ছে যা হয় করতে থাকি
স্বাধীনতার এই কি মানে?
জীবন গঠন মূল্যবোধে
করতে কি হয় - ক'জন জানে?
ধর্ম নিয়ে কচ্ কচানি
বোধটুকু নেই জীবন জ্ঞানে ,
দিই কষে দিই - পেট ও বুকে
দয়া মায়া নেইকো প্রাণে ।
এমনি মোরা বীরপুঙ্গব
ধর্ষিতা হয় ছোট্ট বোনে ,
নামতে চাই না মাঠের মাঝে
যা কিছু হয় ফোনে ফোনে।
আত্মশ্লাঘার দগদগে ঘা
পাহাড় প্রমাণ এই সমাজে ,
শুদ্ধিকরণ ক'ই টুকু বা
প্রার্থনা বা ওই নামাজে ।
বাঃ দারুন দারুন দারুন
উত্তরমুছুনসুন্দর ভাবনার সুন্দরতম বহিঃপ্রকাশ! প্রশ্নটা জাগুক সবার মনে |
উত্তরমুছুন